আমার ব্লগে ৬ মাস পূর্ণ হল।এবার বলি সামুতে আসার ইতিহাস।আমি আগে প্রথম আলো ব্লগে লিখতাম।তখন সামু চিনি নাই। এক ফ্রেন্ড আমাকে সামুর সন্ধান দেয়।তখন থেকে মাঝে মাঝে সামুতে আসতাম শুধু পড়ার জন্য।এরপর ওই বন্ধুর নিকে কিছুদিন লগইন করতাম কিন্তু কোন পোস্ট বা কমেন্ট করা হত না।সামুতে কমেন্ট করাটাই আমার কাছে সব থেকে বেশী ভাল লাগত তাই একটা আইডি খুলে ফেললাম।কিন্তু আমি জানতাম না এখানে জেনারেল না হলে কমেন্ট করা যায় না। বলা হল আমাকে সাতদিন পর্যবেক্ষনে রাখা হবে।কিন্তু একমাসেও আমাকে জেনারেল করা হল না। তাই সামুতে আসা প্রায় বাদই দিলাম। এরপর গত রমাজনে একদিন লগইন করে দেখলাম আমি জেনারেল।
তখন থেকেই আমার ব্লগিং শুরু।আসলে আমি তেমন কিছু লিখতে পারি না। যখন যা ভাবি তাই পোস্ট করি। এলোমেলো ভাবনা গুলোই আমার পোস্ট হয়ে যায়।পোস্ট করার চেয়ে কমেন্ট করাটাই সবথেকে ভাল লাগে।
যাইহোক ব্লগে আমার প্রথম পরিচয় একজন আরমান এবং এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা এর সাথে এরপর যাযাবর৮১ এবং অদম্য১২৩৪
এবং চেয়ারম্যান০০৭ এর সাথে । যতদূর মনে পড়ে আমার প্রথম কমেন্ট স্বর্ণার পোস্টে প্রথম ভাললাগা চেয়ারম্যান০০৭ এর কোন একটি পোস্ট।প্রথম পিয়তে নেয়া পোস্ট
সামুতে স্মরণীয় ঘটনা হচ্ছে দাড়িপাল্লার পোস্ট নিয়ে ক্যাচাল। যদিও এটা বিব্রতকর ছিল।ওই দিন পরিচয় হয় রাফাত নুর (ঘুড্ডির পাইলট)
এর সাথে ঘটনার পর দিনই তার নিক আগের নিক ব্যান হয় আমি হই জেনারেল।আর অনেকেই ব্যান বা জেনারেল হয়। যাইহোক এখন সেটা ভূলে যেতে চাই সেটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল।
এরপর আস্তে আস্তে শায়মা আপু বেঈমান আমি , শফিকুল ভাই, শিপু ভাই , কালা মনের ধলা মানুষ ,নাফিস কাজী , জেমস বন্ড , নিয়েল হিমু, সুমন থ্রী ডি,বুনো ,ম্যাক্স, তামিম ইবনে আমান, ফারজুল আরেফিন, আর হক, সেলেব্রিটি ব্লগার অচিন , লেকিডন , নোমান নমি, নিওফাইটের রাজ্যে,বিরোধী দল , যুবায়ের, মামুন ৬৫৩, রাইসুল সাগর কাল্পনিক_ভালোবাসা ভাইদের সাথে পরিচয় ।এই মুহুর্তে আরো অনেকের নাম মনে পড়ছে না।
এই পোস্ট দেয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমি এযাবত প্রায় সময়ই অনলাইনে থাকতাম কিন্তু সামনের মাস হতে আর আগের মত অ্যাক্টিভ থাকতে পারব না কর্ম ব্যাস্ততার জন্য।লক্ষ্য ব্লগারের এবং শত শত ভাল ব্লগারের ভিড়ে আমার অভাব কেউ হয়ত অনুভব করবে না কিন্তু আমি সবাইকে অনুভব করব। আমি সামুকে হয়ত কিছু দিতে পারিনি কিন্তু সামুর কাছ থেকে যা পেয়েছি তা কোনদিন ভূলার নয়। সামু আমাকে দিয়েছে বেশ কিছু আন্তরিক বড় ভাই এবং বন্ধু বান্ধব।
সব শেষে কৃতজ্ঞতা জানাচ্ছি,
নুর ফ্য়জুর রেজা,লিন্কিন পার্ক , শামীম আরা সনি, তানিয়া হাসান খান,অপুর্ণ, অপু রায়হান,কুনোব্যাঙ, অপু তানভীর, সাদরিল, হাসান মাহবুব, সীমানা ছাড়িয়ে,সালমা হ্যাপি, অয়োময়, লিঙ্কন হুসাইন,আবুশিথি, জুনায়েদ পি.সি.এ.,আমি তুমি আমরা , এলোমেলো অমিত , মামুন হতভাগা,, অন্যসময় , অনিক সি, সিলেটি জামান, আমিনুর রহমান,শামীম 776,সাহাদাত,মাজহারুলসাগর,নাম দেবো না , দুঃখ বিলাসি ,রুদ্রাক্ষী ,জাতির শ্বশুর,মদন,জালিস মাহমুদ , গেমার বয়,রিমন০০৭, সাকিন উল আলম ইভান,বনলতা মুনিয়া, প্রকৌশলী আতিক, অতৃপ্ত প্রেতাত্মা ,সাব্বির ০০৭ ,চুক্কা বাঙ্গী, জাতির নানা, এম এস সোহেল ,জীবন যুদ্ধে পরাজিত রাফি, টিনটিন`, রঙ তুলি ক্যানভাস, রেজোওয়ানা , সুপান্থ সুরাহী, তন্ময় ফেরদৌস, অর্ণব আর্ক, শোশমিতা ,এ্যাসটেরিক,লেখাজোকা শামীম,অ্যানোনিমাস ,ফয়েজুলইসলাম ,আদার ব্যাপারি ,স্বপ্নরাজ্য ,তাসজিদ ,গুরুজী ,অদ্ভুত স্বপ্ন,চাঙ্কু,চাচু,তন্ময়০১৩, আঁতেল, কামরুল ইসলাম রুবেল, আশিক মাসুম ।
এই মুহুর্তে আর অনেকেরই নাম মনে পড়ছে না।যারা পাশে ছিলেন বিভিন্ন সময়।
বিশেষ কৃতজ্ঞতা যার মাধ্যমে সন্ধান পেয়েছিলাম সামুর।
সবাইকে অনেক অনেক ধ্যনবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা।