বিতর্ক তো চলবেই তাই না ?
তাহলে দেখা যাক ব্যাসিক কিছু পার্থক্য ।
যেগুলা পারলে খন্ডায়েন......
আর্জেন্টিনার সাপোর্টারঃ
আমরা শৈল্পিক ফুটবল খেলি ।
ব্রাজিলের সাপোর্টারঃ
আমরা কুতুকুতু খেলি তবে কাপ বারবার আমরাই নেই ।
আর্জেন্টিনার সাপোর্টাররা যা পারেঃ
মুখে মুখে বড় কথা বলতে পারে ।
ব্রাজিলের সাপোর্টাররা যা পারেঃ
কাপ নেওয়ার পরিসংখ্যান মুখস্ত বলতে পারে ।
আর্জেন্টিনার সাপোর্টারদের সমর্থক হওয়ার কারনঃ
আমার বাবা কিংবা বড় ভাই আর্জেন্টিনার সাপোর্টার তাই আমি শুনে শুনে এখন আর্জেন্টিনাকে সাপোর্ট করি ।
ব্রাজিলের সাপোর্টারদের সমর্থক হওয়ার কারনঃ
খেলা দেখে দেখে । কারন আমাদের জেনারেশন যখন খেলা বুঝা শুরু করে তখন ব্রাজিলের জয়জয়কার চলছিল এবং এখন পর্যন্ত চলছে ।
ছুপা আর্জেন্টিনার সাপোর্টারঃ
অনেক আছে । এরা ভাব লইবে আমি নিরপেক্ষ । ছোটবেলা থেকে হারা দেখতে দেখতে এখন এরা প্রকাশ্যে সাপোর্ট করতে ভয় পায় ।
ছুপা ব্রাজিলের সাপোর্টারঃ
নাই । জেতা দেখতে দেখতে গর্বে বুকটাই এমন ফুলে থাকে যে যদি প্রকাশ না করে নিজেরই ছোট মনে হয় ।
খেলার শুরুতে আর্জেন্টিনার সাপোর্টারদের অনুভুতিঃ
এবার আমরাই কাপ নিব ।
বাস্তবতাঃ
এমন শৈল্পিক খেলা খেলে যে গোলই করতে পারে না তাই প্রথম রাউন্ডে বিদায় নয়তো কুতিয়ে কুতিয় দ্বিতীয় রাউন্ডে বিদায় ।
খেলার শুরুতে ব্রাজিলের সাপোর্টারদের অনুভুতিঃ
যারা সর্বোচ্চ ৫বার কাপ নেয় তারা ৬ষ্ট বার নিবে না তো কে নিবে ?
বাস্তবতাঃ
মাঝে মাঝে তো কাপ নেয়ই তাছারা না নিলেও গু হারা হাইরা প্রথম রাউন্ডে বিদায়ের সম্ভাবনা নাই ।