বুকের মাঝে বিঁধছে ভীষণ রকম
তুমি আড়াল হয়ে লাভ কি হলো বলো
চোখ বুজলে তোমায় দেখি
তুমি ভাবনাতে রও মিশে।
তোমার ছায়া পেলেও ছুঁয়ে রাখি মনে
হ্যালো শুনি হরেক রকম ফোনে।
তোমায় কপল ছুঁয়ে বসে থাকি
ঘরের কোনের ওই জানালায়
তোমার বাড়ির ধারেই চলতে পথে
থমকে যাওয়াই আমায় মানায়।
তোমার চিঠির আশায় বসে থাকি
দাওনাতো আর আমায় এখন
মনে মনে কত্ত পড়ি
ঠিকই বোঝ তবু শাস্তি আমার।
দূরে থেকেও তুমি আছো
এইতো বুকের বা পাঁজরে
চোখ ভিজেছে তোমায় ভেবে
থাকনা ভিজুক তোমায় দেখি
রাঙাও তুমি অন্যরকম
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০২২ রাত ৮:০০