বুঝলে নীলাঞ্জনা
জীবনের মায়ার বাঁধনের চেয়েও
কঠিন বাঁধন হচ্ছে ভালোবাসার বাঁধন।
আমি আমার মৃত্যুকে উপেক্ষা করতে পারিনি।
সব কিছুর পরেও নিয়ম করেই বার বার তোমার সন্ধানে নতজানু হয়েছি।
বুকের চাপা কষ্ট বরাবর-ই খুব বেশী ভারি মনে হয়েছিলো,
বেঁচে থাকার ব্যস্ততায় নির্দয়ের মতই ভুলে ছিলাম নিজেকে।
এখনো হঠাৎ মনে পড়তেই ভালবেসে চোখ বন্ধ করে জড়িয়ে ধরি তোমায়।
কারন ওই একটা নীড়ে আমি আমার মৃত্যু কামনা করি।
চাওয়া পাওয়ার অসম ব্যবধান যখন বিষিয়ে তুলে, আজ আমি ছন্নছাড়া।
মন ভেঙ্গেছে যতবার ঠিক ততবার আমি ভেঙ্গেছি নিজেকে
লাভ ক্ষতির অঙ্কটা এখানে খুব বেশী ভাবাতে পারেনি,
তারপর মনের কৌটায় তোমায় রেখে দিলাম যতনে,
যেদিন থেকে একটু করে মন খারাপের গল্প গুলোর হিসাব নিয়ে বসলাম
আজ পর্যন্ত একটাও হিসেব মেলাতে পারলাম না,
অসহায়ত্তের কাছে অজান্তেই বিলিয়ে দিলাম নিজেকে,
সেদিনও ক্ষতির পাল্লা ছিল ভারী আর লাভের পাল্লা শুন্য-
সেই নিয়েই অদ্যবধি আছি।
আর বিদায়ের খুব কাছাকাছি।
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০২২ ভোর ৬:১৯