ঘরে ফেরার তাড়া নেই তবু ফিরছি
প্রচন্ড ব্যস্ততার পরেও আমি বোহেমিয়ান।
গোধূলি বেলায় পাখির ডানা ঝাপটানো
বলে দেয় ঘরে ফিরতে হবে।
চার দেয়াল আর সিলিংয়ের মিলন ই ঘর?
আমার কাছে মনে হয় শুধুই আলয়।
আমার কাছে ঘর হচ্ছে ভালোবাসা,
যে ভালোবাসার টানে সময় গুনবো বার বার,
আমাকে ঘরে ফিরতে হবে সেটা মনে হবেনা,
বরং মনে হবে আমাকে ফিরতেই হবে তোমার কাছে।
যেখানে ফিরলে আমাকে মুখোশ পরতে হবেনা,
মিথ্যে হাসি কিংবা অন্য আমাকে উপস্থাপন করতে হবেনা।
আমি সে আলয় ফিরতে চাই যেখানে তোমার আমার বাস।
যেখানে যেভাবেই থাকি আমি ফিরবো সে হোক আমার সর্বনাশ।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০২১ সকাল ১০:১২