আমি খুব মন দিয়ে এখন আর চাঁদ দেখিনা
মুগ্ধ হয়ে দেখিনা প্রকৃতির রূপ
মন খারাপ করা কোনো কিছুর ছায়াও মারাইনা
আমার অফিস টেবিলে সব সময় ফাইলের স্তুপ থাকুক
থাকুক প্রচন্ড ধুলো মাখা যানজটের শহর
আমি না হয় এর মাঝেই আমার জন্য আমি খুঁজে নেব
রাস্তার টং দোকানে একলা চা সিগারেটের জোড় মেলাবো
কখন হাঁটতে হাঁটতে গোটা শহর ঘুরে দেখবো মুখোশ,
নাহয় দিন শেষে নিজের মুখোশ খুলে বিছানায় শরীর ছোঁয়াবো।
তবু আমি আর চাঁদ দেখবোনা।
আমি তোমার অপুরূপ সৌন্দর্যে বিলীন হবনা
মহাসাগরের বুকে এক টুকরো দ্বীপের মতোই
জেগে থাকবো শেষ নিশ্বাস পর্যন্ত ।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:০৯