দেশের উপর চলে ইন্ডিয়ান ট্রাক,আমার এলাকায় রাস্তা ঘাট এর এমন অবস্থা সাইকেল ও ঠিক ভাবে চালানো যায় না,সেখানে বিশাল বিশাল ট্রাক চলে,টিপাইমুখ দিয়া দেশের ১২টা বাজানুর চেস্টা ,সরকারের কয়েক নাপুংসুক ব্যাক্তিরা বলে উঠে এটা ভারতের ইন্টারনাল ব্যাপার।কই যাই,আরে বেটা তোরা তো আমাদের টাকায় হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছিস,তোদের তো আর সমস্যা হবে না,কিসু হইলেই ইউরোপ আম্রেরিকা চলে যাবি।আমাগো কি হইব? আমরা আছি যুদ্ধাপরাধি নিয়ে।দু একটা রে ফাসি তে ঝুলালেই তো হয়।শেখ সাহেবের খুনিদের যেভাবে ফাসি দিসিল।ওই ইসু নিয়া আর কত দিন?সরকার কোন ঝামেলায় পড়লেই ঐ ইস্যু বের করে,আর দেখা যায় নির্বাচনের আগে। আমরা কি বিচার টা কে আরও ৪০ বছর টেনে নিয়ে যাব? এই ইস্যু কেয়ামতের আগে মনে হয় না শেষ হবে।নিজেরে বাঙালি হিসেবে আর কিভাবে জানান দিয়ে গর্ব বোধ করব,বুজতেছি না নাকি উনারা শুধু বাঙালি ,আমরা আবাল জনতা এমন যদি হয় আমি বাঙালি হতে চাই না
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১১ দুপুর ১:০৬