আগামীকাল ছুটি। উইকেন্ড মিলিয়ে টানা ৩ দিন। কাজ থেকে ফেরার পথে কাল লাইব্রেরী থেকে যেয়ে ১০ খানা মুভি নিয়ে এসেছিলাম। রাতে খাওয়া সেরে ইরানী একটা মুভি দেখতে বসি। মুভির নাম "Sara"।
মুভিটা নিয়ে এসেছিলাম কাভারে নিকি কারিমি-র ছবি দেখে। পরে ডিরেক্টরের নাম দেখে আর দেরী না করে ঝুরিতে ভরে নিয়েছিলাম। জানতাম ভালো হবে। ডিরেক্টরের নাম দারিয়ুশ মেহেরযুঁই। অসংখ্য ভালো ভালো মুভির পরিচালক যিনি।
মুভির কেন্দ্রীয় চরিত্র সারা-র দৃষ্টিভঙ্গি থেকেই এর কাহিনী আবৃত। কাহিনী শুরু হয় গর্ভবতী সারা-র হসপিটালে তার অসুস্থ্য স্বামীকে (হাসেম) দেখতে ছুটে যাওয়ার মাঝে। হাসেমের ব্লাড ক্যান্সার ধরা পরে তারপরো সারা সেটি হাসেমকে না জানিয়ে গোপনে টাকা ধার করে তাকে বাইরে নিয়ে চিকিৎসা করিয়ে সুস্থ্য করে আনে। সারা তার স্বামীকে মিথ্যে বলে যে সে তার বাবা থেকে টাকাগুলো ধার করেছিল। আধতে সে টাকাগুলো ধার করে তার স্বামীর অফিসের এক অধস্থন কর্মচারীর কাছ থেকে। এছাড়া গর্ভাবস্থায় তখন তার অন্য কোনো পথও খোলা ছিল না। তার বাবাও মারা যায়। এরপরের কয় বছরে হাসেম অফিসে অনেক উন্নতি করে আর সারা এদিকে সারারাত জেগে তার চোখের ক্ষতি করে কাপড় সেলায় করে সেই ঋণ পরিশোধ করতে থাকে। হাসেম সারাকে মাঝেমধ্যে এটাওটা কেনার জন্য টাকা দিত, সারা সেখান থেকে কিছু কিছু টাকা বাচিয়ে ঋণ পরিশোধের কাজে লাগাতো। তখনো সে হাসেমকে ঋণের ব্যপারে কিছু জানায় নি। সে ভেবেছিল সব টাকা পরিশোধ করে তারপর হাসেমকে বলবে। হাসেম নিশ্চয় তখন নিজের স্ত্রীকে নিয়ে গর্ব করবে। কিন্তু এর মাঝে সারার এক বন্ধু জার্মানী থেকে ফিরে আসে। সে হাসেমের অফিসে একটা চাকরি দেয়ার জন্য সারাকে অনুরোধ করে। হাসেম সেই অধস্থন কর্মচারী (যার কাছ থেকে সারা টাকা ধার করেছিল)-কে হটিয়ে দিয়ে সারার বন্ধুকে সেখানে নিযুক্ত করে। সেই কর্মচারী অবশ্য একবার জাল সই দিয়ে চাকরি খোয়াবার মতোই কাজ করেছিল। এখন যখন সে সারার কাছে তদবির করেও তার কাছ থেকে তার চাকরি বাচাঁবার কোনো ভরসা পায় না তখন সে সারাকে হুমকি দেয় যে তার চাকরি চলে গেলে সে হাসেমকে সব বলে দেবে। সারা তার স্বামীকে বুঝানোর চেষ্টা করেছিল ঐ কর্মচারীর চাকরি না নেয়ার জন্য কিন্তু হাসেম শুনেনি। যে টাকা যে সারাকে দিয়েছে তার কাছে প্রমান আছে যে সারা সেখানে সই নকল করেছে। সারা থাকে বুঝাবার চেষ্টা করে যে তার সন্তান এবং স্বামীকে বাচাঁনোর জন্য এ ছাড়া তখন তার আর কোনো পথ খোলা ছিল না। কাহিনী মূলত এখান থেকেই জটিল হয়ে উঠে।
শেষের দৃশ্যটাতো কখনো ভুলবার নয়।
IMDB-তে একজনের মতামত পড়া যাকঃ
"I really enjoyed this film. It starts off rather slowly, but it carefully weaves a web of trust and distrust, faithfulness and betrayal, hope and fear, in which nothing is predictable, as it tears away the superficial appearances of conformity and contentment. Every scene in the end contributes to an intense examination of a marriage, and the strengths and weaknesses of the partners, especially as seen from the perspective of the wife, Sara."
না দেখে থাকলে সংগ্রহ করে দেখতে পারেন। রেট করতে বললে আমি এটাকে ১০ এ ৮ দিব।
http://www.imdb.com/title/tt0111072
আমার দেখা ভালোলাগা কিছু মুভির তালিকা
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১১ সকাল ৭:১৭