নক্ষত্রের রেলিংয়ে কার যেন অন্তর্বাস
ডাকছে আমাদের, ফেনিল ঘুম উজিয়ে
উড়ে যাচ্ছি আমরা অলৌকিক বুননের দিকে।
শুন্য শুন্য গন্ধে ভরে উঠছে অন্তঃস্থিত সিঁড়িঘর, আর
গোপন গহন ছাদে একেকটা সুতোর পতন
ঝরে পড়ছে; যেনবা মহাজাগতিক গোলাপের রেনু।
আমাদের ভেসে ওঠা বা জেগে যাওয়ার সুত্র
মীথ হয়ে যাচ্ছে। অতঃপর নক্ষত্র ছুয়ে দিলে
আমাদের হাড়ের মহিমা, রক্তের অহমিকা
অথবা মাংশের লাবণ্য.....আমরা সুতো হয়ে যাই।