আমি একজন ইলেকট্রিক্যাল কামলা (এমএসসি ইন ইইই) এবং একটা কোম্পানিতে মোটামুটি সন্মানজনক পদে কর্মরত আছি। সম্প্রতি FSWP 2014 ভিসা নিয়ে কানাডা যেতে চাচ্ছি। এর জন্য আমার নিম্নলিখিত তথ্যগুলি দরকার।
০১. এই প্রক্রিয়ায় কত টাকা খরচ হতে পারে ?
০২. FSWP 2014 ভিসায় গেলে কি বিশেষ কিছু সুবিধা পাওয়া যাবে কি না ?
০৩. Odd জব পাওয়া কি খুব কঠিন ?
০৪. কত দিনের খরচ (থাকা + খাওয়া) নিয়ে যেতে হয় ?
০৫. P.Eng করতে কত সময় লাগে।
ILETS সহ (Score 7.0 )অন্যান্য বিষয় যেমন WES করা শেষ। কিন্তু আমি খুব দ্বিধার মধ্যে আছি, কি করব বুঝতেছিনা। একদিকে কানাডার হাতছানি আর একদিকে অনিশ্চত গন্তব্য । আপনারা কেউ যদি কানাডার নতুন ইমিগ্রান্ট জীবন এবং সেখানেকার সার্বিক বিষয় নিয়ে তথ্য দিয়ে সাহায্যে করতেন তাহলে খুব উপকার হত।