অন্যের ব্যাপার-স্যাপার নিয়া মাথা ঘামিয়ে মাথার এলার্জিটা ক্রমেই বৃদ্ধি করার কি মানে আছে জানিনা।
তারপরেও কিছু মাথাওয়ালা আছে যারা অন্যের “গু” না ঘাটলে শান্তিতে ঘুমাতে পাড়েন না।
আমি আপনি সবাই এমন বুদ্ধিজীবিদের তান্ডবের শিকার প্রায়ই হয়ে থাকি।
জাকির নায়েক’কে কে বা কারা নিষিদ্ধ করেছে, কে গালি দিয়েছে, শফি হুজুর কি বলেছে, কেন বলেছে ?
কোনটা সঠিক, কোনটি বেঠিক তা নিয়ে বাড়াবাড়ি, আর ধরাধরি কম হয়না আমাদের সমাজে।
এদিকে, নিজের হাড়ির খবরও রাখার সময় নাই।
আমি প্রশ্ন করি, জাকির নায়েকের কবরে কি আমি যাব, নাকি আমার কবরে তিনি যাবেন ?
শফি হুজুরের কবরে কি আমি যাব, নাকি আমার কবরে উনি যাবেন ?
অযথা এর ওর বিষয় আশয় নিয়ে আমাদের কেন মাথা ব্যাথা, বুঝিনা।
আরে বদ্দা (ভাই) আমার কবরে আমাকেই প্রশ্ন করা হবে। শ্রেফ আমার বিষয়ে।
সুতরাং “ইয়ানাফসি ” “ইয়ানাফসি” করাই কি শ্রেয় নয় ?