গতকাল দুপুর থেকে আন্দোলনে আছি । এতদিন বই পুস্তকে পড়ে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অতীতে এমন এমন আন্দোলন করেছিল, এবারে নিজের সেই অভিজ্ঞতা হলো ।
টিয়ারশেল মেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ দম বন্ধ করার মতো করে ফেলেছে সরকার ।
গতকাল রাতে রাবার বুলেটের আঘাতে আহত হয়েছে বন্ধু , জুনিয়র, সিনিয়ররা ।
আমাদের ভিসি আর প্রক্টর গোপনে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে । এটাই বড় কষ্ট।
ক্যাম্পাসে রাত তিনটার থেকে মোবাইল ডাটা বন্ধ করে দিয়েছিলো সরকার। ভোরে আবারো চালু হয়েছে সেটা ।
সকালে শুনলাম , জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইবোনদের উপর হামলা চালিয়েছে পুলিশ।
সারা বাংলাদেশে জেগে উঠেছে
সকল , শিক্ষা প্রতিষ্ঠানের ভাইবোনরা জেগে উঠেছে ।
মরতে যখন শিখেছি তখন কেউ আর দাবায়ে রাখতে পারবা না ।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৯