somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাগ্যিস ইহুদি নাসারা কাফেররা(নাস্তিক) ছিলো বলে | রিভিউ পোস্ট

০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




মসজিদের খুৎবায় আর ওয়াজে গেলে দেখি কেবল একই কথা ঘুরে ফিরে, ইহুদীদের , নাসারাদের , খ্রিস্টানদের , নাস্তিক/কাফেরদের উপর গজব পড়ুক , ঠাডা পড়ুক , আমেরিকা ইউরোপের উপর দুর্যোগ নেমে আসুক..........এসব বলে হুজুররা !!!

পরে সাধারণ জ্ঞানের বই উল্টিয়ে দেখি সব আবিস্কার গুলো এই ইহুদীর নাসারা আর নাস্তিক কাফেরদেরই করা। আর তাদের দেশগুলোও হলো ইসরাইল , আমেরিকা , ইউরোপ , জাপান এসব !!! আরবীয় কিছু বিজ্ঞানীরাও আছেন সেই লিস্টে। তবে তাঁরা যে প্র্যাকটিসড মুসলমান ছিলেন এই রকম কোন প্রমাণ নেই , অর্থাৎ নামটাই আরবীয় বা নামে মুসলিম।

ছোট্ট একটা দেশ ইসরাইল থেকে যে পরিমাণ লোক নোবেল পুরস্কার পেয়েছেন সাইন্স ও টেকনোলজিতে সারা মুসলিম দেশ ও জনসংখ্যা মিলিয়েও এর সিকি ভাগও হবে না !!!

মুসলমান হিসেবে খুবই কষ্ট লাগলো এসব দেখে দেখে। মুসলিমরা কেন ইনভেটিভ হচ্ছে না ? এই যুগে মুসলিমদের যদি ইনোভেশন ও সাইন্সে অবদান না থাকে তবে মুখে যতোই গজব পড়ুক ঠাডা পড়ুক বলুক না কেন , সব অভিশাপ ইজরাইলের একটি এফ-৩৫ যুদ্ধ বিমানের এয়ার স্ট্রাইকে ধূলিসাৎ হয়ে যাবে।

নিচে দিলাম আধুনিক যুগের কিছু আবিস্কার ক তাদের আবিস্কারকের নাম।

বলতেই হচ্ছে , ভাগ্যিস ইহুদীর নাসারা কাফের মুশরিকরা ছিলো বলে !!!





1) অক্সিজেন ➟ --জে বি প্রিস্টলি ➟ --১৭৭৪
➟ -ব্রিটেন
2) অণুবীক্ষণ যন্ত্র ➟ জেড ভ্যানসেন ➟ -১৫৯০
➟ --নেদারল্যান্ড
3) আণবিক শক্তি ➟ জুলিও কুরি ➟ ফ্রান্স ➟
4) ইলেকট্রন ➟ --স্যার জোসেফ জন থমসন ➟
--১৮৯৭ ➟ ইংল্যান্ড
5) উড়োজাহাজ ➟ অরভিল রাইট ও উইলবার
রাইট ➟ যুক্তরাষ্ট্র ➟ ১৯০৩
6) এক্সরে ➟ ডব্লিউ কে রন্টজে ➟ --১৮৯৫ ➟
জার্মানি
7) এন্টিসেপ্ট চিকিৎসা ➟ -লিস্টার লর্ড
বেন্টিং
8) এয়ার কন্ডিশনার ➟ -ডব্লিউ এইচ
ক্যারিয়ার ➟ ১৯১১ ➟ যুক্তরাষ্ট্র
9) এরোপ্লেন ➟ -অরভিল রাইট এবং উইলভার
রাইট ➟ ১৯০৩ ➟ যুক্তরাষ্ট্র
10) ওয়াশিং মেশিন ➟ -হারলি মেশিন
কোম্পানি ➟ -১৯০৭ ➟ যুক্তরাষ্ট্র
11) কম্পিউটার ➟ হাওয়ার্ড আইকেন ➟
যুক্তরাষ্ট্র ➟ ১৯৩৯
12) কলেরার জীবানু ➟ রবার্ট কচ ➟ ১৯৪০ ➟
জার্মানি
13) কাচ ➟ আগসবার্গ ➟ ১০৮০ ➟ --জার্মানি
14) কালাজ্বর ➟ -ইউ এন ব্রহ্মচারী
15) কুইনাইন ➟ রেভি
16) কৃএিম জিন ➟ --হরগোবিন্দ খোরানা
17) ক্যান্সারের প্রতিষেধক ➟ ডা.ফুডা
ফোকম্যান ➟ ১৯৯৮--যুক্তরাষ্ট্র
18) ক্যামেরা ➟ জর্জ্ ইষ্টম্যান ➟ ১৮৮৮ ➟
যুক্তরাষ্ট্র
19) ক্যালকুলাস/কলনবিদ্যা ➟ --স্যার
আইজ্যাক নিউটন ➟
20) ক্যালকুলেটর ➟ গটফ্রাইড উইলহেম
লিবানিজ ➟ জার্মানি ➟ ১৬৭১
21) ক্রনোমিটার ➟ --জন হ্যারিসন ➟ --১৭৩৫ ➟
-ব্রিটেন
22) ক্লোরোর্ফম ➟ -সিস্পসন ও হ্যারিসন
23) গতির সুত্র ➟ -আইজ্যাক নিউটন ➟ --১৬৮৭
➟ ব্রিটেন
24) গাড়ি(বাষ্পীয়) ➟ -নিকোলাস ক্যানট ➟
১৭৬৯ ➟ -ফ্রান্স
25) গোঁদ জীবাণু ➟ -ম্যানসন
26) গ্যালভানোমিটার ➟ -অ্যান্ডার মেরি
অ্যম্পিয়ার ➟ ১৮৩৪ ➟ ফ্রান্স
27) ঘড়ি(দোলক) ➟ সি হাইজেনস ➟ -১৬৫৭ ➟ -
ডাচ
28) ঘড়ি ➟ --লিং এবং লায়ং সিং ➟ - ১৭২৮—
চীন
29) চলচ্চিএ যন্ত্র ➟ টমাস আলভা এডিসন ➟
-১৮৯৩ ➟ যুক্তরাষ্ট্র
30) চলচ্চিত ➟ --জে এঙ্গেল জে মিউসল ➟
-১৯২২ ➟ জার্মানি
31) চশমা ➟ বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ➟ --১৭৮০
➟ যুক্তরাষ্ট্র
32) চেইন ➟ -ডব্লিউ এস ড্যাকজন ➟ ১৮৯৩ ➟ -
যুক্তরাষ্ট্র
33) জলাতঙ্ক রোগের প্রতিষেধক ➟ লুই
পাস্তর ➟ --১৮৬০ ➟ ফ্রান্স
34) জাহাজ(বাষ্পীয়) ➟ --জে সি পেরিয়ার
➟ ১৭৭৫ ➟ -ফ্রান্স
35) জেট ইঞ্জিন ➟ -স্যার ফ্রাম্ক হুইটল ➟
-১৯৩৭ ➟ ব্রিটেন
36) টাইপ রাইটার ➟ -পেলেগ্রিন ট্যারি ➟
-১৮১৭ ➟ যুক্তরাষ্ট্র
37) টাইফয়েড জীবাণু ➟ -ফিনলে
38) টায়ার ➟ জে বি ডানলপ ➟ -১৮৮৮ ➟ -
স্কটল্যান্ড
39) টেপ রেকর্ডার ➟ ডলমেয়ার ➟ -১৮৯৩ ➟
যুক্তরাষ্ট্র
40) টেলিগ্রাফ ➟ -এফ বি মোর্স ➟ -১৮৩২ ➟ -
যুক্তরাষ্ট্র
41) টেলিগ্রাম ➟ এফ. বি. মোর্স ➟ ইতালি ➟
১৮৩২
42) টেলিফোন(সেলুলার) ➟ বেল ল্যাবস ➟
-১৯৪৭ ➟ -যুক্তরাষ্ট্র
43) টেলিফোন ➟ আলেকজোন্ডার গ্রাহাম
বেল ➟ যুক্তরাষ্ট্র ➟ ১৮৭৬
44) টেলিভিশন ➟ জন এল বেয়ার্ড ➟
যুক্তরাষ্ট্র ➟ ১৯২৬
45) টেলিস্কোপ ➟ গ্যালিলিও ➟ ইতালি ➟
১৬১০
46) ট্যান্ক ➟ ই ডি সুইন্টন ➟ -১৯১৪ ➟ -ব্রিটেন
47) ট্রাক্টর ➟ বেঞ্জামিন হল্ট ➟ -১৯০৪ ➟ -
যুক্তরাষ্ট্র
48) ডায়নামো ➟ --মাইকেল ফ্যারাডে ➟
-১৮৩১ ➟ -ব্রিটেন
49) ডিজেল ইঞ্জিন ➟ রুডলফ ডিজেল ➟
জার্মানি ➟ ১৮৯৫
50) ডিনামাইট ➟ --আলফ্রেড নোবেল ➟ ১৮৬২
➟ সুইডেন
51) ডিপথেরিয়া প্রতিষেধক ➟ -ভন ভেহরিং
52) ডিপথেরিয়ার জীবাণু ➟ সিজচিক ➟
--১৯১৩ ➟ যুক্তরাষ্ট্র
53) ডুবোজাহাজ ➟ --ডেভিস বুশনেল ➟ -১৭৭৬
➟ যুক্তরাষ্ট্র
54) ড্রাইসেল(ব্যাটারি) ➟ -জর্জেস
লেকল্যান্স ➟ --১৮৬৪ ➟ ফ্রান্স
55) তাঁত যন্ত্র ➟ --ভানকে ➟ --১৭৩৩ ➟ -
ব্রিটেন
56) তেজস্ক্রিয়তা ➟ হেনরি বেকরেল ➟
ফ্রান্স ➟ ১৮৯৬
57) থার্মো মিটার ➟ -গ্যালিলিও গ্যালিলি
➟ ১৫৯৩ ➟ ইতালি
58) দেয়াশলাই ➟ জন ওয়াকার ➟ -১৮২৬ ➟
ব্রিটেন
59) নাইলন ➟ ড.ওয়ালাস এবং এইচ
ক্যারোথারস ➟ ১৯৩৭ ➟ যুক্তরাষ্ট
60) পচন নিবারক সংযোজন ➟ --লিসার
61) পারমাণবিক বোমা ➟ রবার্ট
ওপেনহাইমার ➟ -১৯৪৫ ➟ -যুক্তরাষ্ট্র
62) পিয়ানো ➟ --ক্রিস্টোফরি ➟ -১৭০৯ ➟
ইতালি
63) পীত জ্বর ➟ --রিড
64) পেট্রোল ইঞ্জিন ➟ নিকোলাস অটো ➟
জার্মানি ➟ ১৮৭৬
65) পেনিসিলিন ➟ আলেকজান্ডার ফ্লেমিং
➟ -১৯২৮ ➟ ব্রিটেন
66) পোলিও টিকা ➟ -জোনাস সক ➟ --১৯৫৪ ➟
যুক্তরাষ্ট্র
67) প্রিন্টিং প্রেস ➟ গুটেনবার্গ ➟ -১৪৫০ ➟
--জার্মানি
68) প্রোটন ➟ --আর্নেস্ট রাদার ফোর্ড ➟
১৯১৯ ➟ নিউজিল্যান্ড
69) প্লবতা ➟ আর্কিমিডিস ➟ সসিলি ➟ ২৮৭
খ্রিস্টপূর্ব
70) প্লেগ জীবাণু ➟ --কিতামোট এবং
ইয়োরসিন
71) ফটোকপিয়ার ➟ সি এফ কার্লসন ➟ -১৯৩৮
➟ -যুক্তরাষ্ট্র
72) ফটোগ্রাফি (কাগজ) ➟ ডব্লিউ এইচ ফক্স
ট্যালবট ➟ ১৮৩৫ ➟ ব্রিটেন
73) ফটোফিল্ম ➟ --জর্জ্ ইষ্টম্যান ➟ --১৮৮৪ ➟
যুক্তরাষ্ট্র
74) ফনোগ্রাফ ➟ টমাস আলফা এডিসন ➟
যুক্তরাষ্ট্র ➟ ১৮৭৮
75) ফিসন ➟ অটোহ্যান ➟ জার্মানি ➟ ১৯৩৮
76) বংশ গতির সুএ ➟ --গ্রেগর মেন্ডেল ➟
--১৮৬৫ ➟ -অস্ট্রিয়া
77) বরফ তৈরির যন্ত্র ➟ --জ্যাকোব
পারমকিন্স ➟ ১৮৩০ ➟ যুক্তরাষ্ট্র
78) বল পয়েন্ট ➟ জন জেলাউড ➟ -১৮৮৮ ➟
যুক্তরাষ্ট্র
79) বসন্তের টিকা ➟ -এডওয়ার্ড জেনার ➟
--১৭৯৬ ➟ ব্রিটেন
80) বাইসাইকেল (মোটর)--করেন জন বয়েড
ডানলপ--১৮৮৮-ব্রিটেন
81) বাইসাইকেল ➟ -ম্যাকমিলন ➟ --১৮৪০ ➟
স্কটিশ
82) বায়ুনিষ্কাশন যন্ত্র ➟ -অটোভ্যান গেরিক
➟ --১৬৫০ ➟ -জার্মানি
83) বার্নার ➟ রবার্ট বুনসেন ➟ -১৮৫৫ ➟ -
জামার্নি
84) বাষ্পচালিত ইঞ্জিন ➟ জেমসওয়াট ➟
স্কটল্যান্ড ➟ ১৭৬৯
85) বিদ্যুৎ ➟ উইলিয়াম গিলর্বাট ➟ যুক্তরাজ্য
➟ ১৫৭০
86) বিবর্তনের সূএ ➟ --চালর্স ডারউইন ➟
--১৮৫৯ ➟ ব্রিটেন
87) বিসিজি টিকা ➟ --ক্যালসাট ও গুয়েচিন
88) বেলুন ➟ --ভ্যাকুইস এবং জোসেফ ➟
-১৭৮৩-- -ফ্রান্স
89) বৈদ্যুতিক কম্পিউটার ➟ ব্রেইড রেড ➟
যুক্তরাষ্ট্র ➟ ১৯৪২
90) বৈদ্যুতিক জেনারেটর ➟ -মাইকেল
ফ্যারাডে ➟ ১৮৩২ ➟ ব্রিটিশ
91) বৈদ্যুতিক পাখা ➟ এস এস হুইলার ➟ ১৮৮২
➟ যুক্তরাষ্ট্র
92) বৈদ্যুতিক বাতি ➟ টমাস আলফা এডিসন
➟ যুক্তরাষ্ট্র ➟ ১৮৭৮
93) ব্যাক্টেরিয়া ➟ -লিউয়েন হুক
94) ব্যাটারি ➟ আলেসানড্রো ভোল্টা ➟
১৮০০ ➟ ইতালি
95) ব্যারোমিটার ➟ --ইভারজেলিস্টটরিসিলি
➟ -১৬৮৩ ➟ ইতালি
96) ভাইরাস ➟ দিমিএি ইভানোভস্কি
97) ভিটামিন(এ,বি,ডি) ➟ --মেকুলাস
98) ভিটামিন(সি) ➟ --ফ্লোলিচ
99) মাইক্রোফোন ➟ আলেকজোন্ডার গ্রাহাম
বেল ➟ যুক্তরাষ্ট্র ➟ ১৮৭৬
100) মেশিন গান ➟ আর জে গ্যন্টলিং ➟ ১৮৬২
➟ যুক্তরাষ্ট্র
101) মোটর সাইকেল ➟ জি ডেমলার ➟ -১৮৮৫
➟ জার্মানি
102) ম্যালেরিয়া জীবাণু ➟ -রোনাল্ড রস ➟
--১৯৩৭/৩৮--ব্রিটেন
103) ম্যালেরিয়া ➟ লিউয়েন হুক ➟ -১৬৭৬ ➟
ডাচ
104) যক্ষ্মার জীবাণু ➟ --রবার্ট কক ➟ -১৮৭৭
➟ জার্মানি
105) যান্ত্রিক ক্যালকুলেটর ➟ চার্লস
ব্যাবেজ ➟ যুক্তরাজ্য ➟ ১৮২২
106) যান্ত্রিক লিফট ➟ --এলিসা জি আটিস
➟ ১৮৫২ ➟ যুক্তরাষ্ট্র
107) রকেট ➟ ডব্লিউ কনগ্রিড ➟ যুক্তরাজ্য ➟
১৮০০
108) রক্ত সঞ্চালন ➟ --উইলিয়াম হার্ভে
109) রঙিন টেলিভিশন ➟ --পি সি গোল্ডমার্ক
➟ --১৯৫০ ➟ যুক্তরাষ্ট্র
110) রবার ➟ --চালর্স্ ম্যকিনটোস ➟ -১৮২৩ ➟
ব্রিটেন
111) রাডার ➟ এ এইচ টেলর এবং লিও সি
ইয়ং ➟ যুক্তরাষ্ট্র ➟ ১৯২২
112) রিভলবার ➟ --স্যামুয়েল কোল্ট ➟ --১৮৩৫
➟ যুক্তরাষ্ট্র
113) রেডিও ➟ জি. মার্কনী ➟ ইতালি ➟
১৮৯৪
114) রেডিয়াম, পলোনিয়াম ➟ মাদাম কুরি ➟
পোল্যান্ড ➟ ১৮৯৮
115) রেফ্রিজারেটর ➟ জেমস গ্যারিসন ➟
যুক্তরাষ্ট্র ➟ ১৮৫১
116) রেলইঞ্জিন ➟ --জর্জ্ স্টিভেনসন ➟
-১৮২৫ ➟ ব্রিটেন
117) লাউড স্পিকার ➟ হোবেস র্সট ➟ ১৯০০ ➟
ব্রিটেন
118) লেজার ➟ টি এইচ মাইম্যান ➟
যুক্তরাষ্ট্র ➟ ১৮৬০
119) সংক্রামক জ্বরের টিকা ➟ -নিকলাই
120) সাবমেরিন ➟ রবার্ট ফুলটন ➟ --১৮০৫ ➟ -
যুক্তরাষ্ট্র
121) সিডি ➟ -আরসিএ ➟ -১৯৭২ ➟ যুক্তরাষ্ট্র
122) সিমেন্ট ➟ জোসেফ আসপভিন ➟ --১৮২৪
➟ ব্রিটেন
123) সেফটিপিন ➟ ওয়ালটার হান্ট ➟ -১৮৪৯ ➟
যুক্তরাষ্ট্র
124) সৌরজগৎ ➟ কপার্নিকাস ➟ -১৫৪০ ➟ --
পোল্যান্ড
125) স্টিম ইঞ্জিন ➟ --জেমস ওয়াট ➟ --১৭৬৫
➟ ব্রিটেন
126) স্টেথোস্কোপ ➟ -আর ট এইচ লায়েনেক
➟ -১৮১৯ ➟ ফ্রান্স
127) স্ট্রেপটোমাইসিন ➟ --ওয়াকম্যান
128) হাইড্রোজেন- ➟ হেনরি ক্যাভেন্ডিস ➟
১৭৬৬ ➟ ব্রিটেন
129) হামের টিকা ➟ এনভারস এবং জন
পিবলস
130) হৃৎপিণ্ড সংযোজন ➟ ক্রিশ্চিয়ান
বার্নার্ড
131) হেলিকপ্টার ➟ ইগার সিকরস্কি ➟ ১৯৩৯
➟ -যুক্তরাষ্ট্র
132) হোমিওপ্যাথি ➟ স্যামুয়েল হ্যানিম্যান
➟ ১৮১০ ➟ --জার্মানি
---------------------------০০০--------------------------
জীবন বিজ্ঞানে কে কি আবিষ্কার
করেছেন বিজ্ঞানীর নাম
133) আবিষ্কার ➟ বিজ্ঞানীর নাম
134) ব্যাক্টেরিয়া ➟ লিউয়েন হুক
135) বসন্ত টিকা ➟ এডওয়ার্ড জেনার
136) কৃএিম জিন ➟ হরগোবিন্দ খোরানা
137) ডিপথেরিয়া প্রতিষেধক ➟ ভন ভেহরিং
138) রক্ত সঞ্চালন ➟ উইলিয়াম হার্ভে
139) টাইফয়েড জীবাণু ➟ ফিনলে
140) কালাজ্বর ➟ ইউ এন ব্রহ্মচারী
141) ভিটামিন(সি) ➟ ফ্লোলিচ
142) স্ট্রেপটোমাইসিন ➟ ওয়াকম্যান
143) ক্লোরোর্ফম ➟ সিস্পসন ও হ্যারিসন
144) ভাইরাস ➟ দিমিএি ইভানোভস্কি
145) হামের টিকা ➟ এনভারস এবং জন
পিবলস
146) বিসিজি টিকা ➟ ক্যালসাট ও গুয়েচিন
147) এন্টিসেপ্ট চিকিৎসা ➟ লিস্টার লর্ড
বেন্টিং
148) ম্যারেরিয়া জীবাণু ➟ ল্যাভেরন
149) প্লেগ জীবাণু ➟ কিতামোট এবং
ইয়োরসিন
150) গোঁদ জীবাণু ➟ ম্যানসন
151) কুইনাইন ➟ রেভি
152) পীত জ্বর ➟ রিড
153) ভিটামিন(এ,বি,ডি) ➟ মেকুলাস
154) সংক্রামক জ্বরের টিকা ➟ নিকলাই
155) পচন নিবারক সংযোজন ➟ লিসার
156) হৃৎপিণ্ড সংযোজন ➟ ক্রিশ্চিয়ান
বার্নার্ড
157) প্রোটন ➟ আর্নেস্ট রাদার ফোর্ড
158) বৈদ্যুতিক জেনারেটর ➟ মাইকেল
ফ্যারাডে
159) ক্যালকুলাস/কলনবিদ্যা ➟ স্যার
আইজ্যাক নিউটন
160) পোলিও টিকা ➟ জোনাস সক
161) ম্যালেরিয়া জীবাণু ➟ রোনাল্ড রস
162) কলেরার জীবানু ➟ রবার্ট কচ
163) ডিপথেরিয়ার জীবাণু ➟ সিজচিক
164) এক্সরে ➟ ডব্লিউ কে রন্টজে–
165) বংশ গতির সুএ—–গ্রেগর মেন্ডেল
166) জলাতঙ্ক রোগের প্রতিষেধক —লুই
পাস্তর
167) বেলুন ➟ ভ্যাকুইস এবং জোসেফ
168) অক্সিজেন ➟ জে বি প্রিস্টলি
169) অণুবীক্ষণ যন্ত্র ➟ জেড ভ্যানসেন
170) থার্মো মিটার ➟ গ্যালিলিও গ্যালিলি
171) ম্যালেরিয়া ➟ লিউয়েন হুক
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫১
৩৫টি মন্তব্য ৩৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দেশনায়ক তারেক রহমানকে সম্পৃক্ত করার নেপথ্যে  

লিখেছেন এম টি উল্লাহ, ০৬ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০৮


আগেই বলেছি ওয়ান ইলেভেনের সরকার এবং আওয়ামীলীগের যবনায় জনাব তারেক রহমানের বিরুদ্ধে পৌনে একশ মামলা হলেও মূলত অভিযোগ দুইটি। প্রথমত, ওই সময়ে এই প্রজন্মের নিকট উপস্থাপন করা হয়েছিল দেশনায়ক তারেক... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্পকে নিয়ে ব্লগারদের রাজনৈতিক চিন্তাভাবনা

লিখেছেন সোনাগাজী, ০৬ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১০



**** এডমিন টিমের ব্লগারেরা আমাকে বরাবরের মতোই টার্গেট করে চলেছে, এভাবেই সামু চলবে। ****

ট্রাম্পের বিজয়ে ইউরোপের লোকজন আমেরিকানদের চেয়ে অনেক অনেক বেশী শংকিত; ট্রাম্প কিভাবে আচরণ করবে ইউরোপিয়ানরা... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্পের বিজয়, বিশ্ব রাজনীতি এবং বাংলাদেশ প্রসংগ

লিখেছেন সরলপাঠ, ০৬ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২১

ট্রাম্পের বিজয়ে বাংলাদেশে বা দেশের বাহিরে যে সব বাংলাদশীরা উল্লাস করছেন বা কমলার হেরে যাওয়াতে যারা মিম বানাচ্ছেন, তারাই বিগত দিনের বাংলাদেশের ফ্যাসিস্টের সহযোগী। তারা আশায় আছেন ট্রাম্প তাদের ফ্যাসিস্ট... ...বাকিটুকু পড়ুন

ঠেলার নাম বাবাজী !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৩১

এক গ্রামীণ কৃষক জমিদার বাড়িতে খাজনা দিতে যাবে। লোকটি ছিলো ঠোটকাটা যখন তখন বেফাস কথা বা অপ্রিয় বাক্য উচ্চারণ করে ক্যাচাল বাধিয়ে ফেলতে সে ছিলো মহাউস্তাদ। এ জন্য তার... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই হাসিনার ক্ষমতায় প্রত্যাবর্তন!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:৩৮


পেক্ষার প্রহর শেষ। আর দুই থেকে তিন মাস বাকি। বিশ্ব মানবতার কন্যা, বিশ্ব নেত্রী, মমতাময়ী জননী, শেখ মুজিবের সুয়োগ্য কন্যা, আপোসহীন নেত্রী হযরত শেখ হাসিনা শীগ্রই ক্ষমতার নরম তুলতুলে... ...বাকিটুকু পড়ুন

×