সেইসব অচরিতার্থ তীব্র আকাঙ্ক্ষা তোমার মধ্যে এখনও
দৌড়ে বেড়াচ্ছে খরগোশের মতো। যেন তারাও পেতে চায়
অরূপের স্বাদ। যাতে তারা একদিন ভিতরের নৈরাজ্য
আর রক্তকরবীর মুখোমুখি হতে পারে।
আকাঙ্ক্ষার ফাঁদে পড়ে, তুমিও কি হারাও নি লক্ষ লক্ষ স্পার্ম!
দেখো, এরা তমসার কথা কিছু বলছে না, তবু
সূর্যাস্তের দিকে যাবার পথে তুমি বীণা হয়ে ওঠো, এখানে
ক্রৌঞ্চমিথুন, পাতার কুটিরে, এক বাল্মীকি ঘুমায় চিরকাল।
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৪