যাও মেঘ, ভূ-মণ্ডল বনস্পতির নিকটে যাও ;
তারে গিয়ে বলো, মরণের পরে থাকে শুধু গান।
শরীর মন্থনে আছে সুখ, তবু এক দুঃখী-জ্ঞানী
তরমুজ-মদ আর নভোছক পাশাপাশি রেখে
সুখ খোঁজে তাতে। যাও মেঘ, তুমি তো অমন নও,
পার হও বাঘিনীর আত্মরতি, লবণ পাহাড়।
পৃথিবীতে পড়ে থাক চন্দন ঘষার গোল পিঁড়ি,
হেরম্ব বধূটি পড়ে থাক। মাধবী টিলায় বসে
কোনো কোনো রাতে দেখি বাদামি গম্ভীর চন্দ্রোদয়।
জন্মাবধি আমি নীল কমলের কনিষ্ঠ প্রেমিক--
এই দ্যাখো মাটির তিলক, সময়ের ঝুঁটি ধরে
ঝুলে আছি, নিচে থরে থরে ফুটে আছে পদ্মশিখা।
এত কিছুর পরও, মেঘ, গোপনে আমারে দিলে
কটাক্ষ মধুর ভাণ্ড, খ্রিষ্টরুটি, পানি, বারে বারে...