আমার পুরোনো গল্পে এসে শয্যা পাতে রতনাকর,
ঘুমিয়ে পড়ার আগে পাতাঝরা গাছকে বলছে :
"কাজু বাদামের প্রতি লোভ কেন এখনো গেল না!
গেল না রাতের সত্য কুমিরের পিঠে চেপে দূরে।
জগতের সব প্রেম গায়ে মাখছে মরণ ধুলো,
জগতের প্রবেশ দুয়ারে কাজু বাদামের গাছ
যারা ফেলে এসে কাঁদে, যারা শাদা পাথরের দেশ
পার হবে বলে ঈগলের পায়ে বেঁধে দেয় চিঠি,
আজকে তাদের ধরে এনে মধুপুর গল্পে রাখো ;
তোমাদের মাথা থেকে সব বুদ্ধি বেণী ছন্দ স্বপ্ন
একে একে খুলে রতনœদীপ শিয়রের কাছে রাখো।
সবার হিংস্রতা কাজু বাদামের গাছতলে বসে
নিরুপায় আমাকে দেখুক ; অলৌকিক পাতা ঝরা
আর ভুবনচিলের সঙ্গে দু-একটা বোঝাপড়া।"
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:২৮