এইখানে সমুদ্রের শুরু, হে পাঠক, ধীরে ধীরে
গুটে নাও তোমার পাত্লুন। লাঞ্ছনার অবতার
দূরে বালুতটে বসে থেকে লক্ষ করছে তোমাকে।
ভুলে যাও প্রেমের অধ্যায়, তোমার সমস্ত দুঃখ
সত্য-পদ্মিনীর কঙ্কালের মতো ক্ষয়ে যেতে দাওÑ
এর বেশি কিছুই চেয়ো না ; দ্যাখো আকাশগঙ্গায়
নিরঞ্জন শিশুদের খেলা। বেদনার্ত করপুট
ভরে নাও শূন্য হতে, যে-শূন্য নীলের অভিপ্রায়।
তারপর অপেক্ষায় থাকো কখন সমুদ্র আসে
বিপুল গর্জন আর বাক্যহারা রূপ সঙ্গে নিয়ে।
সমুদ্র কি সবাইকে নেয় ? এই ঘুম-গাঢ় প্রশ্ন
আমি যতবার করি ময়দানে ঘুমাবার আগে
সেইক্ষনে হজম না-হওয়া পাতাগুলি ওগড়ায়
আমার মাথার কাছে এক নিঃসঙ্গ জিরাফ এসে।