বর্তমানে মালয়েশিয়ায় অসংখ বাঙ্গালি শ্রমিকের অবস্থান। তাদের মধ্যে বেশি সংখ্যক বিভিন্ন কারণে অবৈধ। এই অবৈধ শ্রমিকরা সুজোগের অপেক্ষায় যে তারা বৈধ হবে। সেই সুযোগ জখনই হাতছানি দিচ্ছিল হাতের নাগালে ঠিক তখনই কোন কারণ ছাড়া এদেশের সরকার নিবন্ধন প্রক্রিয়া বন্ধ করে দেয়। তারই সাথে সাথে চুল চেরা অভিজানের মাধ্যমে বিভিন্ন জায়গায় ধর-পাকড় শুরু করেছে। এই শ্রমিকরাতো অবৈধ থাকতে চায় না। সবাই চায় বৈধভাবে অবস্থান করে নিজের ও পরিবারের ভবিষ্যতের উপায় করতে।
কিন্তু সেই সুযোগটা কই?
তার পরে এই দেশে বাঙ্গালীদেরকে মনে করা হয় ভিন্ন গ্রহের বাসিন্দা, পরিচয়ে বাঙ্গালী বললেই অন্যভাবে তাকায় সবাই।
এই শ্রমিকরাইতো দেশে টাকা পাঠায় বলে দেশের র্যামিট্যান্স দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
আপনাদের সরকারিভাবে যদি এই দেশের সরকারের সাথে আলাপ করে বিষয়টার সমাধান করা যায় তাহলে অসংখ্য শ্রমিক বাচবে, বাচবে তাদের পরিবার সেই সাথে দেশের র্যামিট্যান্স আরো বৃদ্ধি পাবে ইনশা আল্লাহ।
আপনাদের শুভ দৃষ্টির অপেক্ষায়
মালয়েশিয়ায়
অবস্থানরত হাজার হাজার বাঙ্গালী