“চলে যেতে হবে”
-আলমগীর হোসেন
আমি তখন ছিলাম নূতন জলপাই সবুজ
কত কিছুই ছিল রক্তিম, হচ্ছিল অনুজ্বল ।
আজ আমি সুশোভনের পথে
অনেক কিছুই শুধু ধু-ধু ধূসর ।।
অবারিত আলো-বাতাসে, আনন্দ-উল্লাসে মেতে
পৃথিবীর মোহনীয়তায় নিয়মিত হেরে,
অতি তীব্রতাকে করে অতি হালকা
ক্ষণে-ক্ষণে ভুলে যাই সুমহান ওই সত্ত্বাকে ।।
প্রভুর নিয়মকে অনিয়ম করে
ভুলে যেতে বসেছি সে চিরন্তন সত্য ।
একদিন চলে যেতে হবে
সুন্দরের বৈচিত্রে ভরা এ পৃথিবী ছেড়ে ।।
বিদায়ের সানাই বাজবে
পালকি এসে দুয়ারে থমকে দাঁড়াবে ।
নিঃসঙ্গ, সে নির্জনে কেউ রবে না সাথী
নিরন্তর সে পথ চলতে হবে একান্তই একাকী ।।
শর্তের বেড়াজালে স্বার্থের দ্বন্ধে
না পাওয়ার বেদনায় ভরা এ ধরা ।
চাইনা এ ক্ষন ক্ষণে সুখের ছোঁয়া
ধন্য করিও সেদিন দিয়ে শান্তির ছায়া ।।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩১