এইতো সেদিন
সকালের মায়াবী সূর্যকিরণ ছিল রক্তাক্ত
শিশিরের অজস্র দানা সেদিন করছিল চিকচিক
আমাদের পদচারনায় ধন্য হয়েছিল দূর্বাঘাস
সকল মায়ার ত্যাগে আপন হয়েছিলাম যবিপ্রবি-র
পাঠ চুকিয়ে সমস্ত আমরা, ছড়িয়ে পড়ার দ্বারপ্রান্তে ।
সবকিছু যেমন ছিল তেমনই রবে
শুধু পরিবেশিত হবে না উনু-কাকুর জোড়া নৃত্য
ইমু আর করবে না মিনতি একটা ক্লিক এর জন্য ।
বুড়ো পেটওয়ালা ভাই নোবেল থেকে এখন পাবে শুধু ট্রফি
এসপিএন আর ফুটো ফুটো করে করবে না বাজিমাতি ।
সাদুর নামহীন সংঘটন রয়ে যাবে আজীবন অজ্ঞাত পরিচয়
ফিরু আর করবে না ইয়ে-ই-আ ইয়েস স্যার ।
মোটারা আর করবে না, নতুন বাতাসে বায়ু দূষণ
শ্রাবন্তির ঝাঁঝালো চিৎকার কাউকে করবে না আকর্ষণ ।
“রিতু-রা”একসাথে থাকলেও অট্টহাসিতে জমাবে না আসর
স্যার হবে না ষাঁড়-পুতুল রবে না মূর্তিমান ।
আড্ডায় কেটে যাবে না নির্ঘুম সমস্থ রাত্রি
বিন্তু থেকে যাবে ভাইয়ের ভালবাসায় রহস্যময়ীই ।
কেউ করবে না গুটিবাজি
কেউ দিবে না ভুট করে, বুট দিয়ে মেরে লাথি ।
হাবু খেলবে নতুন বুদ্ধিতে
কাকু-র প্রতি পাণ্ডুর দুর্বলতা রয়ে যাবে অগোচরে ।
কর্মব্যস্ত হয়ে যাবে সবাই একেক-একেক প্রান্তে থেকে ।
আর বসব না একসাথে ক্লাসে
কেউ মত্ত হবে না, কাগজ ছোড়ার বিনোদনে ।
হবে না বিরক্ত পড়ানোয় মনোযোগী শ্রদ্ধেয় শিক্ষক
কাউ-কেই দিতে হবে না নিজেদের অজান্তে সহস্র অধিক্ষেপ ।
টেবিলগুলোতে থাকবে শুধু বিদায়কালীন আমেজ
বীতরাপে আর কেউ বলবে না, শেষ হয়েও হল না শেষ ।
উগান্ডাদের কন্ঠে আর ভেসে আসবে না সমস্বরে – জালালী কবুতর
মঞ্চে দাড়িয়ে আর কেউ তুলবে না বজ্র কন্ঠে আওয়াজ ।
লাইভে যাবে না কেউ চায়ের কাপে মুখ লাগিয়ে ।
সময় যাবে না আর অলিতে-গলিতে দাড়িয়ে নমুনা সদৃশে
শকুনীয় চোখে নিলা, মায়া, ঝাপি আর অমিদের সন্ধানে ।
কতটা খুঁজেছি, হয়েছি আনন্দিত জানে নি তাদের কেউ
দৃশ্যের আড়ালে চলে যাব সবাই, দেখব না তো কাউকেই আমরা কেউ ।
রক্তাক্ত হৃদয়ও মন্দির আমার
থমকে থমকে কেপে উঠছে হাত কিছু লিখতে, এই ভেবে যে
আর বসা হবে না সিএসই চত্বরে ।
অঝরে ঝরছে চোখ এই ভেবে
ঢুকবোনা হৈচৈ-এ আর কোনদিন ক্লাসে ।
হু-হু করে কেঁদে উঠছে বেদনাহত অন্তর
পরিচিত কিছুমুখ আমরণ থেকে যাবে অদৃষ্ট ।
আমি আজ অচেতন, বিষণ্ণ এই ভেবে
বিভাগে ঘুরবো, থাকবে না বন্ধু কেউ
বাসে উঠব, থাকবে না কোন হুল্লোড় ।
থাকবে সবকিছুই শুধু থাকবে না অধিকার ।
বন্ধুত্ব সেতো এক একতার নাম
বুঝেছিলাম সেদিন অকথ্য নির্যাতনের পর ।
একে একে পার করেছি কতগুলো মাস, বছর, দিন
এখনও রয়ে গেছি আমরা আগের মতই অমলিন ।
নহে পরিচর্যা তবুও চাই বন্ধুত্ব চিরকাল
ডানা-বিহীন ভালবাসায় তোরা থাকবি অনন্তকাল ।
বন্ধু তোমাদের বলছি
আমাদের ভুবনে রেখ না কোন হিসাব, বিভেদ, বিরহ
অশ্রু মুছে দিয়ে, দুঃখ ভুলে থেকো বিশ্বস্ত ।
বন্ধুত্ব তো মাপকাঠি সম্পত্তি পরিমাপে
বন্ধু কখনও হয়না ক্ষুব্দ বন্ধুর আচারনে ।
আমরা ছিলাম আমাদের এটা রেখ স্মরণ
সবার হৃদয়ের মণিকোঠায় রেখো সবার আসন ।
দেখা যাবেনা পানির উপরে ভেসে থাকা
ঘাসপাতার শীতল বাতাসে দুলিয়ে দুলিয়ে নৃত্য ।
গন্ধরাজ সুগন্ধ বিলিয়ে যাবে
ছনে ভরা আমবাগান হবে আকাশমূখী
শুধু থাকব না আমরা ।
থাকবে দণ্ডায়মান তুমি উচ্চশিরে অনন্তকাল
নবীন আমি, আজ প্রবীণ আমাকে তো ছাড়তেই হবে স্থান ।
ভালো থেকো প্রানের ক্যাম্পাস
ভালো থেকো সিএসই বিভাগ, ভালো থেকো যবিপ্রবি ।।
--------------Dedicate to--------------
CSE-14 Batch
Day of Class Suspension
Dept. of Computer Science and Engineering
Jessore University of Science and Technology.
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১০