সকল প্রতিবন্ধকের মাঝে অল্প একটু সূখেই চারিদিকে শান্তির পরশ দেখতে পায় মধ্যবিত্তরাই । ক্ষিপ্র গতিতে এগিয়ে যাওয়া এই মানুষগুলো হঠাৎই থমকে দাড়ায় কিছু কিছু বাধার কাছে পরাজিত হয়ে । ওরাই লেখে – “অর্থ বলে পৃথিবীর বুকে যদি কিছু না থাকত তাহলে মেধাবীরা হয়তো তাদের মেধা দিয়ে পৃথিবীকে আরও সুন্দর করে সাজাতে পারত ” । “যোগ্যতা অর্জন করার পরও প্রতিযোগীতার এই যুগে প্রতিযোগীতায় অংশ গ্রহন করতে না পারায় জীবনের পরম বাস্তবতা” ।
মধ্যবিত্তরাই স্নিগ্ধ সকালে ভালবাসার মানুষগুলোকে নয়নাভিরাম দৃষ্টিতে দেখবে বলে ভেবে নিয়ে রাত শেষে পূর্ব দিগন্তে আলোর অপেক্ষা না করেই ব্যস্ত হয়ে পড়ে নিজেকে নিয়ে । অদৃশ্য কিছু বিষয়কে পাত্তা না দেওয়া এই মানুষেরাই কিছু একটার জন্য হয়ে যায় অনেক বেশি তৃষ্ণার্ত, মাঝে মাঝে নিজের কাছেও উপহাসিত । হ্যাঁ, না এতো ছোট দুইটা শব্দ বলতে এদের থেকে বেশি সময় হয়তো অন্য কোন শ্রেণী নেয় না । আশেপাশের কথা চিন্তা করে ভালবাসার মানুষটিকেও হাসি মুখে বিদায় দিয়ে একাকিত্বে দু-চোখের জল ফেলতে থাকে অনন্তকাল । এদের কাছেই মনে হয় মানুষ যা আশা করে তা কখনও সময়মত পায় না ” ।
মধ্যবিত্তরাই খুঁজে পায় গভীর হওয়া রাতের নিস্তব্দতা বাড়ার সাথে জীবনের অবিচ্ছেদ্য মিল । এরাই অনুধাবন করতে পারে প্রকৃতি নিখুতভাবে সজ্জিত হলেও সবকিছুর মাঝেই কিছু একটা রহস্য লুকিয়ে আছে । এরাই বলতে পারে "স্বল্পমাত্রার হলেও সুন্দর জীবনের কোন মুহূর্তকে নষ্ট করা উচিত নয়" । অল্পকেই বড় করে দেখা মানুষগুলো, অল্পতেই অধিক সুখী হয়ে যায় কারন এরা কষ্টকে বাস্তবে দেখতে পায় ।
মধ্যবিত্তরাই জানে হাজারো কি.মি. স্রোতযুক্ত নদীতে বৈঠাবিহীন নৌকা চালিয়ে কূলে আসার কষ্ট । থেমে থাকে না কূলে এসেই, যাত্রা শুরু করে ঢালু পাড়কে জয় করার জন্য । পৃথিবীকে শাসন করা অধিকাংশ মানুষের জীবনই এরকম । অন্যের কষ্টকে বুকে ধরা এই মানুষগুলোই পরবর্তীতে পেতে থাকে সুখের প্রকৃত প্রশান্তি । যোগ্যতার সঠিক দাম না পাওয়ায় হার মেনে নেয় এদের অনেকেই । হাজারটা আক্ষেপ, হাজারটা স্বপ্নকে বিকালে লালন করে রাতে জীবন্ত কবর দেওয়া এরাই একদিন সুখী হয়ে যায় কারন এরা অভাবকে পরাজীত করার ক্ষমতা রাখে । সুখ এবং দুঃখেরর মাঝের পার্থক্য বোঝার ক্ষমতা এদের থেকে বেশি বুঝবে এমন শ্রেনী হয়তো পৃথিবীতে নেই,আসে নি,আসবেও না কারন এরা মধ্যবিত্ত ……।।
মোঃ আলমগীর হোসেন
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৮ রাত ৮:০১