প্রত্যাবর্তন (কস্টলি অতীত)
ভালবাসি কিনা।
আমি মিথ্যা- ছলনার ধূলোঝড়ে
মনের কথামালা ভাসায়ি দিতাম।
তুমি যতবার প্রশ্ন একেছো, ততবার।
বলতে পারিনি, ভালোবাসি।
তুমি প্রায়ই হারিয়ে যেতে।
অনুরাগে, অভিমানে মুখ লুকাতে
দোতালার বদ্ধ প্রকষ্ঠে।
আমি নির্লিপ্ত ছিলাম।
বলা হয়নি, নিদারুন কষ্টে আছি।
আমি খুব বোকার মত,
মিথ্যে দিয়ে বিশ্বাস,
অবহেলা দিয়ে ভালবাসা পেতে চেয়েছি!
কেননা কখনই তোমাকে হারাতে চাইনি।
অথচ প্রনয়ের আকালে নির্মম ভাবে হেরেছি।
তুমি আমায় ভালোবাসতে কিনা,
কথাহীন সময়গুলোতে কষ্ট পেতে কিনা,
কখনও জানাতে চাইনি!
তুমি বলোনি কখনও।
হয়তো বলেছো, আমি বুঝিনি।
আমি কবি হলে,
উপমা দিয়ে বোঝাতাম।
যদি শিল্পি হতাম,
গানের স্বরলিপি জানাতো।
আমার তুলির রংগুলোও ছন্নছাড়া।
তবুও আমার সকল কবিতা, সুর, ছবিতে
আজও তুমি,; শুধু তোমারই বিচরন।
মত প্রকাশ মানে সহমত।
আওয়ামী লীগ আমলে সমাজের একটা অংশের অভিযোগ ছিলো, তাদের নাকি মত প্রকাশের স্বাধীনতা নাই। যদিও, এই কথাটাও তারা প্রকাশ্যে বলতে পারতেন, লিখে অথবা টকশো তে।
এখন রা জা কারের আমলে... ...বাকিটুকু পড়ুন
আত্নমর্যাদা!
রেহমান সোবহান একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব প্রায় ৬ কিলোমিটার। রেহমান সাহেব এমন একটি বিদ্যালয়ে শিক্ষকতা করতেন যা খুব নির্জন এলাকায় অবস্থিত এবং সেখানে যাওয়ার... ...বাকিটুকু পড়ুন
কাঁঠালের আমসত্ত্ব
কাঁঠালের কি আমসত্ত্ব হয় ? হয় ভাই এ দেশে সবই হয়। কুটিল বুদ্ধি , বাগ্মিতা আর কিছু জারি জুরি জানলে আপনি সহজেই কাঁঠালের আমসত্ত্ব বানাতে পারবেন।
কাঁঠালের আমসত্ত্ব বানানের জন্য... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। অ্যাকসিডেন্ট আরও বাড়বে
এরকম সুন্দরী বালিকাকে ট্র্যাফিক দায়িত্বে দিলে চালকদের মাথা ঘুরে আরেক গাড়ির সাথে লাগিয়ে দিয়ে পুরো রাস্তাই বন্দ হয়ে যাবে । ...বাকিটুকু পড়ুন
কেমন হবে জাতীয় পার্টির মহাসমাবেশ ?
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষুব্দ ছাত্র জনতা আগুন দিয়েছে তাতে বুড়ো গরু গুলোর মন খারাপ।বুড়ো গরু হচ্ছে তারা যারা এখনো গণমাধ্যমে ইনিয়ে বিনিয়ে স্বৈরাচারের পক্ষে কথা বলে ,ছাত্রলীগ নিষিদ্ধ হওয়াতে... ...বাকিটুকু পড়ুন