অনেকদিনের অনেক স্মৃতির স্বাক্ষী আপনার প্রিয় ছবি, ভিডিওগুলো আপনার কম্পিউটার হার্ডডিস্ক অথবা মেমোরিতে যত্ন করে রেখেছেন। কোন এক অনিভেপ্রেত দূর্ঘটনায় হার্ডডিস্ক ফরম্যাট হয়ে গেছে বা পার্টিশন ভেঙে গেছে অথবা আনমাউন্টেড হয়ে গেছে। শখের সব গান, ছবি, ভিডিও অথবা ব্যবসায়ী গুরুত্বপূর্ন তথ্যগুলো হারিয়ে আপনি রিক্ত। আপনার রিক্ততা দূর করে মুখে হাসি ফোটানোর একটা ছোট্ট প্রয়াস এই ব্লগটি।
১। রিকুভা: ডিলিট হয়ে যাওয়া যেকোন ফাই্ল রিকোভারের জন্য রিকুভার সাথে অন্য কারো তুলনাই হয় না। সহজ ব্যবহার, রিকোভার প্রসেস এবং দ্রুত গতির আনডেমেজড ডাটা রিকোভারীতে রিকুভা সিদ্ধহস্ত। ডিলিটেড ডাটা ছাড়াও রিকুভা ফরম্যাটেড ও নষ্ট মেমোরি ডিস্ক থেকেও ডাটা উদ্ধার করতে পারে।
রিকুভা ডাউনলোড
২। পেন্ডোরা: অত্যন্ত চমতকার গ্রাফিকাল ইন্টারফেস সমৃদ্ধ এই ফ্রি সফটওয়্যার ব্যবহার করে খুব সহজে হারানো ডকুমেন্টস, গান, ভিডিও ও ছবি রিকোভার করা সম্ভব। রিকোভার করা ডাটা প্রায় অবিকৃত অবস্থায় উদ্ধার করা যায় পেন্ডোরা ব্যবহার করে।
পেন্ডোরা ডাউনলোড করুন