বহুবার এককাপ বিষন্নতা চেয়েছিলাম তোমার কাছে
ইচ্ছে ছিল ছাদের রেলিংএ বসে সেই কাপে চুমুক দিবো
প্রতিটি চুমুকে তুলব তৃপ্পির ঢেকুর
প্রতিটি চুমুকে বিষন্নতা আমাকে গ্রাস করতে চাইবে
বিষন্নতা তার সমস্ত শাখা-প্রশাখা ছড়িয়ে দিবে আমার শরীরে
প্রচ্ছন্ন অন্ধকার হয়ে আসবে আমার জগত্
প্রতিটি চুমুকে খূজে পাবো এক নতুন আমাকে
প্রতিটি চুমুকে ভুলে যাবো সব অন্ধকার
অবশেষে আজ এলে এক কাপ বিষণ্ণতা হাতে
কেনো যেনো বিষন্নতার কাপে চুমুক দিতে ইচ্ছে হচ্ছে না আজ
ইচ্ছে হচ্ছে সমগ্র বিষন্নতা ছুড়ে ফেলি নর্দমার জলে
ইচ্ছে হচ্ছে বসন্তের কোকিল হয়ে আকাশে উড়ি
ইচ্ছে হচ্ছে জলস্রোত হয়ে বিষন্নতাকে দূরে কোথাও ভাসিয়ে নিয়ে যায়
ইচ্ছে হচ্ছে বজ্রপাত হয়ে বিষন্নতাকে গ্রাস করি
তবুও দিন শেষে আবার চুমুক দিতে হবে বিষন্নতার কাপে
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৬ সকাল ৯:০৩