বিবর্ণ কৃষ্ণচূড়া
কৃষ্ঞচূড়া তো দেখেছো,বিবর্ণ কৃষ্ঞচূড়া কি কখনো
দেখেছো?
হয়তোবা কখনো দেখোনি!
তুমি কী জানো এখনো আমি কৃষ্ঞচূড়া হাতে তোমার
জন্য বসে থাকি?
তুমিই তো বলেছিলে তুমি কঙ্কাবতী আর আমি
কৃষ্ঞচূড়া!
আমি যতবার তোমাকে কৃষ্ঞচূড়া দিয়েছি তার
প্রত্যেকবারই তুমি কেদেছো!
কিন্তু কেনো কেদেছিলে তা তখন বুঝিনি,হয়তোবা
কোনোদিন বুঝবোও না।
সৃষ্টিকর্তা হয়তোবা আমাকে সেই ক্ষমতা দেন নি
তবে আমি এটুকু বুঝি,কৃষ্ঞচূড়া কারো অপেক্ষায়
লাল থাকে না
সময়... বাকিটুকু পড়ুন