আমি মনে করি বাংলাদেশীদের ক্রিকেটে বাংলাদেশের পর শ্রীলংকাকেই সাপোর্ট করা উচিৎ। আমরা অনেকেই পাকিস্তান এবং ইন্ডিয়া নিয়ে মাতামাতি করি। কিন্তু তাদের দেশের ক্রিকেটাররা আমাদের নিয়ে কি বলে দেখুন:
ইউনিস খান:
বাংলাদেশের
চেয়ে আফগানিস্তান
ভাল (২৩.০৯.০৮)
বীরেন্দর শেবাগ:
বাংলাদেশের টেস্ট
স্ট্যাটাস
কেড়ে নেয়া উচিত।
(১২.১০.১০)
মাহেলা জয়াবর্ধনে:
সেই দিন আর
বেশী দূরে নেই যেদিন
তারা শ্রীলঙ্কাকে বলে কয়ে হারাবে।
(১৯.০১.০৯)
আশরাফুলের অভিষেক
ম্যাচে মুরালিধরন ও
আশরাফুল
যৌথভাবে ম্যান অব দ্য
ম্যাচ হওয়া সত্ত্বেও
পুরো প্রাইজ
মানি সে আশরাফুলকে দিয়ে দেয়।
তবুও
আমরা পাকিস্তান-
ভারতকে সাপোর্ট
করে যাই।
শ্রীলঙ্কাকে প্রিয়
দলের তালিকায়
রাখতে চাই না।
শ্রীলঙ্কার
সাথে বিসিবির
সম্পর্কও ভাল। ওদের
T20 লীগে বাংলাদেশের
প্লেয়াররা সুযোগ পায়,
আইপিএলে তামিমকে হোটেলে শুয়ে বা পানির
বোতল
টেনে কাটাতে হয়!
যারা পাকিস্তান
আর ভারতের
জন্য কষ্ট করছেন
তাদের বিবেক
কে প্রশ্ন
করে দেখুন।
তারা দীর্ঘদিন
থেকে আমাদের
ক্রিকেটকে নিয়ে বাজে মন্তব্য
করে আসছে।
১) বছর কয়েক
আগে শেওয়াগ:"বাংলাদে
শের
বোলিং খুব অর্ডিনারী।
এরা আমাদের ২০
উইকেট
ফালাতে পারবেনা।
২) কিছুদিন
আগে ওয়াসিম
আকরাম:"এরা ২০বছরে ক্রিকেট
শিখতে পারেনি,সাকলায়েন
২০
দিনে দুসরা কিভাবে শিখাবে।"
৩) এশিয়া কাপের প্রথম
ম্যাচে ২১ রানে হারের
পর
রমিজ
রাজা:"তোমরা তোমাদের
বেস্ট ক্রিকেট
খেলে ফেলেছো।"
৪) সোয়েব আক্তার:
বাংলাদেশের টেস্ট
স্টেটাস
কেড়ে নেয়া উচিত।
৫) গাঙ্গুলি: এই টি২০
ওয়ার্ল্ড
কাপে বলছে বাংলাদেশ
থেকে আয়ারলেন্ড
অনেক ভালো টিম।
এরকম অজস্র
উদাহরণ
আছে আমাদেরকে অপমান
করার। আর তারপরও
আমরা ভারত
পাকিস্তান
নিয়ে মাতামাতি করি।
ছি ছি ছি, এত
লজ্জা কোথায়
রাখি। নিজের দেশ
নিয়ে যারা খারাপ
কথা বলে আমরা তাদের
নিয়ে মাতা মাতি করি।
একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন, আমাদের পাকিস্তান-ভারত নিয়ে মাতামাতি করা ঠিক কিনা। শুধু ক্রিকেট কেনো যে কোনো কিছুতেই আমার প্রিয় দেশকে রাখবো সবার আগে, সবার সেরা জায়গাটাতেই। হারুক বা জিতুক আমার দেশতো আমারই।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:১৬