গতকাল পোস্ট দিছিলাম পুরুষদের পোজ নিয়া, আজকে চলুন দেখি মেয়েদের পোজ। কিছু পোজ সবার ক্ষেত্রে খাটবেনা তবে আপনার গার্লফ্রেন্ড বা ওয়াইফের উপর এপ্লাই করতে পারবেন। পুরুষ পর্ব ২ দেয়ার আগেই মেয়ে পর্ব ১ দিয়ে দিলাম যেনো পোলাপান আফামনিদের ছবি তুলতে পারে
চলুন ঝটপট দেখে নেই কিছু বেসিক পোজ যেগুলো ফলো করে আপনি আপনার বউ, বান্ধবী বা প্রেমিকা'র তুখোড় সব ছবি তুলতে পারবেন। শেষে কিছু টিপস ও বগলদাবা করিয়েন
১ - খুবই সিম্পল পোজ। সাব্জেক্ট কে বলবেন শোল্ডারের উপর দিয়ে তাকাতে। ৮ নাম্বার টিপসটা লক্ষ্য করেন
২ - পোর্ট্রেইট ফটোগ্রাফীতে সাধারন হাত দেখাই যায়না। কিন্তু এই হাতকেই আপনি কাজে লাগাতে পারেন। ঘারে, চুলে এবং চিবুকে হাত রেখে এভাবে পোজ দিলেও অনেক অ্যাট্রাক্টিভ লাগে। মনে রাখবেন, হাতের সাইড যেনো দেখা যায় ফ্রেমে, সোজা তালু নয়।
৩ - রুল অফ থার্ড নামের কম্পজিশন রুলের কথা মনে আছেনা? (গত পোস্টেও বলছিলাম, এক বছর আগেও ফিল্মমেকিং পোস্টে বলছিলাম)... একইরকম ভাবে ডায়গনাল একটা রেখা তৈরী করুন, এক পাশ জুড়ে রাখুন সাবজেক্ট কে। বাইরে গেলে গাছ, আর ঘরে থাকলে খাট বা শোকেস কে এই কাজে ব্যাবহার করতে পারেন কিন্তু আর ক্যামেরা সবসময় সোজাই রাখতে হবে এমন কোন কথা নাই, টিল্ট করে দেখতে পারেন।
৪ - লাভলি একটা পোজ, তাই না? হাটু কিন্তু একটা আরেকটার সাথে লাগানো থাকবে একটু উপর থেকে মানে হাই অ্যাঙ্গেল থেকে শট নিলে ভালো দেখাবে।
৫ - সাবজেক্ট কে হাতের উপর ভর দিয়ে শুইতে বলতে পারেন। হাতগুলো রিলাক্সড থাকবে। গ্রাউন্ড লেভেলে নেমে গিয়ে শুট করবেন।
৬ - শুয়ে থেকে আরেকটা পোজ। দুই হাতের কনুই ফ্লোরে বা ঘাসে বা খাটে রিলাক্সড মুডে রাখতে বললেন। (তবে ঘাসে বা গ্লাওয়ার বেডে এটা ভালো দেখায়) ... পা দুটো উঠিয়ে একটা আরেকটার সাথে লাগিয়ে রাখতে পারে যেহেতু দুই সোজা উঠিয়ে রাখলে দেখতে খারাপ দেখায়। পা নামিয়েও রাখতে পারে।
৭ - এটা একেবারে বেসিক লেভেলের কিন্তু চমৎকার একটা পোজ। মেয়ে মডেলদের পোর্টফলিও শুট করার জন্য এই পোজ ফলো করতে পারেন। ক্যামেরাকে একেবারে গ্রাউন্ড লেভেলে নামিয়ে আনুন (এখানে গ্রাউন্ড লেভেল মানে যে বেইজ এর উপর মডেল শুয়ে থাকবে)
এবার খুব আস্তে আস্তে মডেলের এক পাশ থেকে আরেক পাশে যেতে যেতে ক্যামেরায় চোখ রেখে অথবা দুই হাতের আঙ্গুল দিয়ে ফ্রেমিং করুন। দেখুন ঠিক কোন জায়গা থেকে ছবি তুললে আপনার মডেল কে স্টানিং লাগছে। একি সাথে মডেল কে বলতে পারেন তার মাথার এবং হাতের পজিশন পরিবর্তন করতে।
৮ - আরেকটি সহজ পজিশন। হাত আর মাথার পজিশন চেঞ্জ করতে পারেন। তবে, ফোকাস করবেন চোখে।
৯ - চমৎকার পোজ। এই পোজটা কিন্তু যে কোন সারফেসে দেয়া যায়। বিছানায়, ফ্লোরে, ঘাসে বা বালুতে। একেবারে লো এঙ্গেল থেকে শুট করবেন।
১০ - সহজ পোজ কিন্তু দেখতে ভালো লাগে। চোয়ালের উপর নির্ভর করবে সাব্জেক্ট কোনদিকে তাকাবে, তবে নীচের দিকে তাকালে এম্নিতেই ভালো লাগে।
১১ - ডিফ্রেন্ট অ্যাঙ্গেল থেকে নিয়ে দেখতে পারে; হাতের পজিশন পরিবর্তন করতে পারে।
১২ - এটা মুলত সাবজেক্টের শরীর প্রদর্শনের জন্য পোজ দেয়া। এই পোজ দিয়া ছবি তুইলেন না
১৩ - ক্যাজুয়াল লুক। বডিটা টুইস্ট করতে পারে। যদি টুইস্ট না করে বা না করতে চায় তাহলে ছবিটা অতো ভালো আসবেনা।
১৪ - এইটা হইলো থ্রী কোয়ার্টার বডির ছবি তোলার জন্য আমার মতে বেস্ট পজিশন। যে কোন ড্রেসে, যে কোন মেয়েকে এই পোজে ছবি তুললে বেটার লাগে। হাত পিছনের পকেটে রাখলে ভাল লাগলেও সামনের পকেটে হাত রেখেও পোজ দেয়া যায়। ট্রাই ইট। মাথার উপর পর্যাপ্ত রুম রাইখেন; আবার খুব বেশী রাইখেন না।
১৫ - আপার বডি শেইপ দেখানোর জন্য মুলত একটু বেন্ড বা বাঁকা হয়ে এই পজিশন নেয়া হয়। তবে এই পজিশনেও তুইলেন না
১৬ - সেনসুয়াল পোজ! মডেলের বডি ফিট হতে হবে। দুই হাত মাথার উপরে ক্রস করে রেখে বা এক হাতের আঙ্গুল দিয়ে আরেক হাত ধরে বা এই জাতীয় অনেক ভযারিয়েশন আনতে পারেন।
১৭ - রিলাক্সড পোজ। এই রকম পুরুষদেরো একটা পোজ আছে, লক্ষ্যনীয়। একি পোজ; পুরুষ ও নারী দুই ধরনের মডেলের ক্ষেত্রেই খাটে।
এবার মেয়েদের ছবি তোলার ক্ষেত্রে কিছু টিপস জানি -
১ - আপনার সাব্জেক্টকে বলবেন তার থুতনী যেনো একটু নীচে নামায়া রাখে। মুখ না চেপে লুজ করে দেয় যেনো
২ - অ্যাঙ্গেল থেকে ছবি তুলবেন। সোজা সামনে থেকে ছবি তুললে অনেক সময়েই ফ্লাট আসে।
৩ - সাবজেক্ট কে বলবেন তার মাথাটা একটু নামায়া রাখতে। মানে একটু ঝুকে।
৪ - যদি মোটা কোন মেয়ের ছবি তুলতে চান তাহলে তার হাতে বা আশেপাশে কিউট কোন প্রপ রাখুন। যেমনঃ ছোট্ট কোলবালিশ অথবা টেডিবিয়ার
৫ - মেয়েদের শোল্ডার সমান রেখে ছবি না তুলাই ভালো। একটু বাকা রেখে বা অ্যাঙ্গেলে ট্রাই করেন
৬ - বেশীরভাগ ক্ষেত্রে মেয়েদের হাই অ্যাঙ্গেল বা আই লেভেল এর উপর থেকে ছবি তুললে কিউট আসে।
৭ - এক্সাক্টলি স্কেচ ফলো করতেই হবে তা নয়, আপনি নিজস্ব স্টাইলে হাতের পজিশন, মাথার পজিশন, অ্যাঙ্গেল ইত্যাদী পরিবর্তন করে দেখতে পারেন।
৮ - এক্সট্রা লাইট নেই? জানালা বা দরজা দিয়ে ঢোকা আলোকে কাজে লাগান। কাজে লাগাতে পারলেই কাজে লাগবে, ট্রাস্ট মি।
৯ - এই টিপসটা মনে রাইখেন - কেউ যখন ঘাড় বাঁকা করে তাকায় (বিশেষ করে পিছন দিকে) তখন ঘাড়ে কিছু ভাঁজ পরে। ছবিতে এই ভাঁজটা দেখতে খারাপ লাগে। আপনাকে কি করতে হবে? সহজ বুদ্ধি, মেয়েটার চুল ঘাড়ের উপর এমন ভাবে ফেলে রাখুন যাতে ভাঁজগুলো না দেখা যায়। কলারওয়ালা কিছু পড়ে থাকলে কলার উঠিতে দিতে পারেন। আর হ্যাঁ, সাব্জেক্ট যেনো পুরোপুরি ঘাড় বাঁকা করে পিছনে না তাকায়। ৪৫ অ্যাঙ্গেল টা সুইট।
১০ - যাদের সাবজেক্ট/মডেল নেই, তারা হাজার খানেক টাকা দিয়ে একটা পুতুল কিনতে পারেন
ডাউনলোড ডাউনলোড ডাউনলোড
Jeff Smith's Posing Techniques for Location Portrait Photography
POSING for PORTRAIT PHOTOGRAPHY
Posing Guide FOR PORTRAIT PHOTOGRAPHERS
* কেউ যদি দাবী করে থাকেন যে প্রফেশন্যাল কাজে এসব পোজ খুবই ফালতু দেখায় বা আপনি আরো অনেক পোজ জানেন, তাহলে দয়া করে আমাদের সাথে শেয়ার করবেন। আর এই পোস্টটির শুরুতেই বলে রেখেছি এটা অ্যামেচারদের জন্য এই কুরবানীর ঈদে পরিচিত মেয়েদের ছবি তোলার ক্ষেত্রে যেনো অ্যামেচাররা একটু প্রো ভাব নিতে পারে তার ব্যবস্থা করে দিলাম
* লেখাটি ডিজিটাল ফটোগ্রাফী স্কুল ও কোর্স এর সাহায্যে লেখা।
* নেট ঘাটলে এরকম লাখ লাখ টিপস পাবেন
* ফিচার ইমেইজের মডেল আমার ফ্রেন্ড স্নিগ্ধা আর শুবজ কানের মতো ক্যামেরা হাতে উইটা আমি