সহাশয়েরা,
৫০ বছরের বান-তুফান-ভাঙ্গন কবলিত আমরা ভিটা-মাটি হারিয়ে দক্ষিণের চরলাঙ্গলিয়া, উরিরচর, মুলফৎগঞ্জ, কালাবগী
থেকে আপনাদের এ আলো ঝলোমলো নগরে এসেছি,
আমরা এসেছি উত্তরবঙ্গের রাজারহাট, রৌমারী, ভূরুঙ্গামারী থেকে ৫০ বছরের মঙ্গার দারুন ক্ষুধা নিয়ে।
কেউবা এসেছি রাঢ়ের হাহা করা মাঠ পেরিয়ে ৫০ বছরের ক্ষুধা-তৃষ্ণা বুকে নিয়ে।
পাহাড় থেকে এসেছি কেউ কেউ ৫০ বছরে জুমের টিলা হারিয়ে, দীর্ঘ নিবর্তনের জ্বালা বুকে নিয়ে,
কেউবা এসেছি সম্ভম হারিয়ে।
আপনারা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছেন, উন্নয়নের জোয়ারও নাকি বইছে দেশে!সেসবের কোন দাবী আমরা করবো না, খাদ্য-বস্ত্রের দাবীও নেই আমাদের।
অতি সামান্য একটি দাবী নিয়ে আমরা এসেছি আপনাদের কাছে,দেশে শহীদদের স্মরণে নির্মিত যে স্মৃতি সৌধ, যেসব শহীদ মিনার আছে-সেখানে আমাদের একটু ঠাই দিন,পাখিরা যেমন খড়-কুটো নিয়ে বাসা বাঁধে, তেমনি আমরা বাসা বাঁধতে চাই ওখানে,আশ্রয় পেতে চাই শহীদদের স্মৃতির ঘনিষ্ঠতায়,
কাটিয়ে দিতে চাই বাকীটা জীবন
-মশিউর রহমান মিঠু
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:০৮