চোখ
-মশিউর রহমান মিঠু
তোমার অবাক চোখে ফেরারী এ একজোড়া চোখ
বিদ্ধ হয়ে থমকে গেল অনাবিল স্বস্তির আশায়
পলকহীন মাছেদের ডাঙায় ওঠা রূপোলি চিবুক
প্রাণবায়ু থমকে গিয়ে যেনবা কম্পনে কাঁতরায়।
সরিয়ে মেঘের ঝাঁপি বিদ্যুত ইশারায় আসমান
চোখ ঠারে, ঝোপ থেকে অচেনা দু’একটা তৃণ
চোখ তোলে; চিলের শ্যোন দৃষ্টি দিগন্তে ভাসমান
শিমূলের চোখে ঝরে ভাষা শহীদের রক্ত ঋণ।
তুমি বলোনি কিছু, শব্দেরা তবে ছুটি নিয়েছিলো?
ধার করা আলো নিয়ে বাদুড়ের দিব্যি সুখে চলে
জন্মান্ধ পতঙ্গও মৃত্যুসুখে পবনে দেয় ডানা মেলে
আমার অশান্ত চোখে তবে কেন ভাষা দিয়েছিলে ?
এমন মোহন আঁখি অন্ধহলে, হৃদয়ের ভাষা
আলো হয়ে দূর করে জগতের সকল নিরাশা।