মানুষকে ছেড়ে আমি আর কোন ঈশ্বর দেখিনি আর তাই
আমি বোধিবৃক্ষের তলে নির্বাসন নিলাম
পেছনে ফেলে আসি ঝাড়বাতি রাজ-অভিষেক
সম্মুখে বৃক্ষরাজি সুশৃংখল ধ্যানী শান্ত স্থির
তাই আমি ফলবতি বৃক্ষ হতে চেয়েছিলাম।
দীর্ঘ তপস্যায় নির্বান লাভের পর জেনে যাই জগতের দুংখ আছে ; দুঃখ মোছনের উপায় আছে সত্তার ভেতরে; তবুও মানুষ দুঃখের অমোঘ চক্রের দিকে কেবলি এগিয়ে যায়।
অতপর মহাসত্তার সন্ধানে আমি বিশ্ব পরিব্রাজক হলাম
অজস্র ছায়াপথ আর নক্ষত্র মন্ডলী ছেড়ে গিয়ে দেখি সশ্রুমন্ডিত এক
উজ্জ্বল অবয়ব পদ্মাসনে বসেছেন নির্বানি ভঙ্গিতে,
সন্তঃর্পনে করজোড়ে আমি তাকে প্রণতি জানাতে এগিয়ে যাই ; আর এগিয়ে যেতেই
সহসা ধ্যাণ ভেঙ্গে আমাকেই তিনি শুধালেন,
”আচ্ছা আপনি কি ঈশ্বরকে দেখেছন?”
মানুষকে ছাড়া আমি আর কোন ঈশ্বর দেখিনি।