ডায়েরি ব্লগ: অাগস্ট - সেপ্টেম্বর, ২০১৭
১.
ডাউনলোড করা টিভি সিরিজ:
Ozark Season 1 [মেক্সিকান ড্রাগ কার্টেলের ব্ল্যাক মানি সাদা করার মানি লন্ডারিং নিয়ে কাহিনী],
Peaky Blinders [Season 1, Season 2, Season 3] [ ১৯১৯ সালের ইংল্যান্ড এর বার্মিংহাম শহরের একটা লোকাল গ্যাং এর উত্থানের কাহিনী]
Game Of Thrones Season 07 পর্যন্ত সব পর্ব দেখা শেষ। টাইম ওয়েল স্পেন্ট।
Quantico (Season 1: ২০১৫সাল) 22 টা episode দেখা শেষ।
Sense8 Season 1 কমপ্লিট। এই সিরিজটা ফালতু।
Narcos Season 1, 2, 3 সব দেখা শেষ। অসাধারণ। অসাধারণ সিরিজ।
বাসার ওয়াই-ফাই দিয়া কিকএস_ডট_সিডি সাইট থেকে মোবাইলে সার্চ করে Bit টরেন্ট দিয়ে এইসব সিরিজ নামানো হয়।
২.
ঈদুল আযহা পালন করলাম - মোষ (শেয়ারে ১২k) আর খাসি(11k) দিয়ে।
অফিস করা শুরু করেছি। কোন ছুটি নেই নাই এবার।
বাসা থেকে খাবার এই সপ্তাহটা পুরোই দুপুরের লাঞ্চ এনেছি।
ওজন বৃদ্ধি দ্রুত হচ্ছে। শুক্র, শনিবারগুলো কাজে লাগাতে পারছি না।
এলাকায় জিম শুক্রবারে বন্ধ থাকে বাট মাসে ১৫০০ টাকা করে চার্জ।
বাসার জন্য ব্যায়াম করার মেশিন কিনতে হবে।
৩.
বাসার জন্য স্যামসাং জে৭ মোবাইল কেনা হয়েছে। ১৫ হাজার। ইম্পোর্টেড ফ্রম সউদি।
দু্ই পিচ্চির একটার পর একটা জ্বর হলো। শুকরিয়া আল্লাহর কাছে যে, চিকনগুনিয়া থেকে এখনো বাচিয়ে রেখেছে ফ্যামিলিকে।
৪. বইঃ
বই শেষ করেছি খুশবন্ত সিং এর ট্রেন টু পাকিস্তান। দিল্লী পড়ছি।
৫. Audiobook
ডেইলি শো এর ট্রেভর নোয়াহ এর লেখা ও পড়া Born a crime (Trevor Noah) শেষ।
Shari Lapena এর লেখা The Couple Next Door (2016) শোনা কমপ্লিট।
প্রিয় লেখক David Baldacci এর King and Maxwell টাও ফিনিশ দিলাম।
০৭.০৯.২০১৭
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫০
১. ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩২ ০