[লেখাটা মূলত বিশ্বাসী মুসলিম ভাই-বোনদের জন্য, তবে অন্যরা আগ্রহ বোধ করলে পড়তে পারেন]
এই ব্লগে আমার বিচরণ অনেকদিন – যদিও এখন এর কর্মকান্ডে তেমন একটা অংশগ্রগণ করতে পারি না। একটা বিষয় আমাকে খুব পীড়া দেয়, ভাবায় – অনেক সময়ই দেখা যায় একজন মুসলিম নামধারী মানুষ ইসলাম, আল্লাহ্, রাসূল(সা.), কুর’আন বা হাদীস সম্বন্ধে হালকাভাবে এমন একটা মন্তব্য করে বসেন, যার পরে theoretically তার আর মুসলিম থাকার কথা নয়। এধরনের ঘটনার frequency গত ৭ বছর+ ধরে উত্তর উত্তর বৃদ্ধি পেতে দেখছি বলেই মনে হয়। ব্যাপারটা তিনি সজ্ঞানে করে থাকলে আলাদা কথা। কিন্তু, না বুঝে করে থাকলে তা তার জন্য কতই না দুর্ভাগ্যজনক! বহু স্কলারকে আমি বলতে শুনেছি যে, একজন মুসলিমের জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ঈমান; তেমনি বহু ধর্মান্তরিত মুসলিমকেও আমি একথা বলতে দেখেছি যে, তাদের জীবনের single most important achievement হচ্ছে এটা যে, আল্লাহ্ তাদেরকে দয়া করে ঈমানের মত নিয়ামত দান করেছেন (দেখুন: )! কাউকে অমুসলিম প্রতিপন্ন করা আমার উদ্দেশ্য নয় এবং তাতে আমার কোন লাভও নেই। কিন্তু অনেকবারই মনে হয়েছে যে যারা মুসলিম ঘরে জন্ম গ্রহণ করেছেন, যাদের একটা মুসলিম নাম/পরিচয় আছে তাদেরকে সতর্ক করে দেয়া বোধহয় আমার/আমাদের ঈমানী দায়িত্ব। একবার জানিয়ে দেয়ার পরে, তিনি নিজেকে নিয়ে কি করলেন, তা আমার দেখবার বিষয় নয়! এই তাগিদ থেকেই - বলতে পারেন আল্লাহর কাছ থেকে দায়মুক্ত হবার একটা চেষ্টায় - ভাবলাম একটা সিরিজ পোস্টের মাধ্যমে, অত্যন্ত জরুরী কিছু বিষয় মুসলিম ভাইবোনদের জানানোর চেষ্টা করবো ইনশা’আল্লাহ্! যদি সেটা আপনাদের কোন কাজে লাগে, তবে সমস্ত প্রশংসা আল্লাহর – আলহামদুলিল্লাহ্! প্রস্তাবিত ও কাঙ্খিত ঐ সিরিজের প্রথম ৪টি পোস্ট রয়েছে এখানে:
ঈমান বিনষ্টকারী বিষয়সমূহ - ১
ঈমান বিনষ্টকারী বিষয়সমূহ - ২
ঈমান বিনষ্টকারী বিষয়সমূহ - ৩
ঈমান বিনষ্টকারী বিষয়সমূহ - ৪
সবচেয়ে বেশী সংখ্যক বিশ্বাসী মুসলিম ভাই-বোনেরা যেন উপকৃত হতে পারেন, তাই এই সাময়িক পোস্টের মাধ্যমে যারা এখনো আমার আয়োজন দেখেন নি, তাদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করলাম। কেউ বিরক্ত হয়ে থাকলে আমি সত্যিই দুঃখিত!