somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বঙ্গবন্ধুর শেখানো বুলি

২৬ শে জুলাই, ২০২৪ রাত ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আদর্শ বড় কঠিন জিনিস। একবার রক্তে ঢুকে গেলে তা দূর করা সম্ভব না।
উদাহরণ দেই।
আমি গাড়ি চালাচ্ছি। সামনের ট্রাফিক সিগন্যাল লাল। টেক্সাসে সিগন্যাল লাল থাকাবস্থায় ডানে মোড় নেয়া যায়। শুধু খেয়াল রাখতে হবে বাঁদিক থেকে কোন গাড়ি আসছে কিনা। যদি আসে, তবে ওটাকে যেতে দিতে হবে। এটাকে "Yield" বলে।
তো আমার ছেলেরা ছোটবেলা থেকেই ট্রাফিক সিগন্যাল বুঝে। স্কুলে ওদের শেখানো হয় লাল মানে "স্টপ।" এই ডানে মোড়া, অন্য গাড়িকে যেতে দেয়া ইত্যাদি জটিল নিয়ম ওদেরকে শেখানো হয়না।
তো আমি যখন সিগন্যালে লাল থাকাবস্থায় ডানে মোড় নেই, তখন পেছন থেকে দুই ভাই হাউকাউ শুরু করে দেয়, আমি কেন লাল থাকাবস্থায় গাড়ি চালালাম। আমারতো থামার কথা ছিল। আমি বাজে ড্রাইভার। ইত্যাদি ইত্যাদি।
এ এক মহা যন্ত্রনা!
একই ব্যাপার ঘটে যখন আদর্শ কোন বাচ্চা নিজের বাপকে চুরি করতে দেখে। "বাবা, তোমার বেতন কয়েক হাজার টাকা মাত্র, তুমি কোটি টাকার সম্পদ কিভাবে গড়লে?"
"ব্যবসা করে গড়েছি বাবা।"
"তাই? দেখাও তোমার ব্যবসার হিসাব নিকাশ। আমি দেখতে চাই।"
এদেশে পুত্রের যন্ত্রনায় বাপ ঘুষ খেতে পারেনা, চুরি করতে পারে না। স্বামী দুর্নীতি করে, স্ত্রী পুলিশকে ফোন করে জানিয়ে দিয়েছে - এমন বহু ঘটনা পশ্চিমা দেশে ঘটে। পুলিশ হয়তো কোন সিরিয়াল কিলারকে খুঁজছে। চেহারার বর্ণনা প্রকাশ করে পাবলিকের সাহায্য চেয়েছে - দেখা যায় ৯০% ফোন কল আসে মহিলাদের থেকে যাদের ধারণা তাঁদের স্বামীর সাথে সেই চেহারা গুনগত বৈশিষ্ট্য মিলে। হিলারি ক্লিন্টন ওর স্বামীর লাম্পট্য সমর্থন করেছিল বলে ট্রাম্পের বিপক্ষে ইলেকশন হেরে গেছে। চিন্তা করতে পারেন? যে ট্রাম্পের বিপক্ষে একটা কলাগাছ দাঁড়ালেও জিতে যাওয়ার কথা ছিল, সেখানে হিলারির দোষ ছিল সে কেমন নারী যে স্বামীর লাম্পট্য মেনে নেয়, সে মিথ্যা কথা বলে ইত্যাদি ইত্যাদি সব অভিযোগ যা কোন বাংলাদেশী শুনলে মাথা চুলকে ভাববে "এগুলো দোষ? কিভাবে?" ওরা আমাদের পলিটিশিয়ানদের দেখেই নাই। দেখলে স্তম্ভিত হয়ে যেত।
ছোটবেলা থেকেই আমাদের নবীজির (সঃ) আদর্শ যেমন আমরা শিখি। এর ফলে কেউ যখন তাঁর আদর্শকে টুইস্টেড করে ভুগিচুগি করার চেষ্টা করে, যেমন কোন সন্ত্রাসী সংগঠন, যারা ইসলামের নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসবাদ চালায়, গোটা বিশ্বের মুসলিমরা তখন ওদেরকে গালাগালি করে। ফাজিলের ফাজিল! নিরীহ মানুষ মারবি, আর তোরা আমাদের ইসলাম চেনাতে আসিস? দূর হ!

তেমনই গত একযুগের বেশি সময় ধরে আওয়ামী সরকার বাংলাদেশে এক নতুন ধর্ম চালু করার চেষ্টা করেছিল, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
এখন বাংলাদেশে জন্মালে, বাংলাদেশে থাকতে হলে আপনাকে অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনা লালন করতেই হবে। এখানে কোন ছাড় নেই। যে বলবে "তথাকথিত মুক্তিযুদ্ধ" বা "একাত্তরের গন্ডগোল" - সে রাজাকার। এখানে ইনবিন করার কোন অপশনই নাই।
তা সেই মুক্তিযুদ্ধের আদর্শের মধ্যেই চলে আসে দেশের সব মানুষ সমান, ন্যায় বিচার প্রতিষ্ঠা পাওয়া, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতিমুক্ত সমাজ ইত্যাদি। যে অধিকার আদায়ে তিরিশ লাখ মানুষ মরে গেলেন, সেই অধিকারগুলো নিশ্চিত করা।
৭১এর আগের ও সেই সময়কার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও অস্বীকার করার কোন উপায় নেই। উনার এক তর্জনীর ইশারায় কোটি মানুষ নিজের জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় মেশিনগানের সামনে ঝাঁপিয়ে পড়েছিল, এইটা ফ্যাক্ট। পরবর্তীতে এন্টি আওয়ামীলীগ হয়েছে এমন বহু মানুষ আছেন বা ছিলেন(মারা গেছেন), যারা একাত্তরে তাঁদের "মুজিব ভাইয়ের" জন্য শতবার মরতে রাজি ছিলেন। আমি ব্যক্তিগতভাবেই এমন বেশ কিছু মানুষকে চিনি।
হ্যা, স্বাধীনতা পরবর্তী রাষ্ট্রপ্রধান শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপনি আলোচনা সমালোচনা করতে পারেন। এইটা আপনার রাষ্ট্রীয় অধিকার। আপনি বলতেই পারেন রক্ষীবাহিনীর দৌরাত্ম, তাঁর নিজের ভাষায় "চাটার দলের" চরম দুর্নীতি, একনায়কতন্ত্র, বাকশাল, নিজের লোকেদের উপর কন্ট্রোল ধরে রাখতে না পারা বা আরও অনেক ক্ষেত্রে বঙ্গবন্ধুর দায় এড়ানোর উপায় নেই। তিনি যেহেতু রাষ্ট্রপ্রধান ছিলেন, তাঁর লোকেদের নিয়ন্ত্রণের দায়তো তাঁর উপরই থাকবে। কিন্তু সেই আলোচনা, সমালোচনা ইত্যাদি সবই হতে হবে সভ্য তরিকায়। সবচেয়ে বড় কথা, এইটাই গণতন্ত্র, এই অধিকারের জন্যই দেশ স্বাধীন হয়েছিল।

কিন্তু ওভারঅল তাঁর যে আদর্শ, "সোনার বাংলা গড়ার" যে স্বপ্ন, তাঁর বক্তব্যের কিছু চৌম্বক অংশ, যেমন গরিব কৃষককে সম্মান করা, শিক্ষিত ছেলেরা যেন বৃদ্ধ বাপকে সাহায্য করে, চুরিচামারি না করে থেকে শুরু করে অন্যায়ের সামনে মাথা নত না করা, মৃত্যুর পরোয়া না করে আদর্শের জন্য লড়ে যাওয়া ইত্যাদি সব অসাধারন সব বাণী ও শিক্ষণীয় আদর্শ একটা জেনারেশনকে লাইনে নিয়ে আসার জন্য যথেষ্ট। আপনি আওয়ামীলীগকে যতই ঘৃণা করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তব্যের এমন সব শিক্ষা আপনি কিছুতেই এড়িয়ে যেতে পারবেন না।

এখন সমস্যা হচ্ছে, আওয়ামীলীগ নিজেই সেই নীতি ও আদর্শের উপর নাই। পনেরো বছর ধরে ক্ষমতায় থেকে ক্ষমতা এখন ওদের পেয়ে বসেছে। এই সময়ে বহু চাটুকার লীগে যুক্ত হয়েছে কেবল সুবিধা ভোগের লালসায়। বঙ্গবন্ধুর নীতি আদর্শের সাথে ওদের দূর দূরান্ত পর্যন্ত কোন সম্পর্ক নেই। ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ বা আওয়ামীলীগ - যে লীগের দিকেই তাকান, সবজায়গায় এখন শুধু লোভ আর লোভ। যুবলীগের নেতা কয়েকশো কোটি টাকার ক্যাসিনো ব্যবসা চালায়, চাঁদাবাজি, খুন ইত্যাদিতো খুবই কমন ঘটনা, প্রধানমন্ত্রীর খাস বান্দা পুলিশ প্রধান অবৈধ টাকায় গোটা দেশ কিনে ফেলে, অবৈধ টাকা বিদেশে পাচার হয়ে যায়, কোটি কোটি টাকার পাহাড়ের উপর বসে আয়েশি জীবন কাটায় সাধারণ সরকারি কর্মচারীর সন্তানেরা। মুখে শুধু "বঙ্গবন্ধু" "মুক্তিযুদ্ধের চেতনা" "সব দোষ বিএনপি-জামাত-শিবিরের" ইত্যাদি বুলি আওড়ালেই হলো। চাটুকারে ভরপুর। প্রধানমন্ত্রীর ভুল ধরতে যান, চাটার দল এমনভাবে তেড়ে আসবে যে প্রধানমন্ত্রীই আপনাকে তাঁর দুশমন ভেবে বসবে, এরপরে আপনার ভবিষ্যৎ ফি আমানিল্লাহ। এখানে অতি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমাদের প্রধানমন্ত্রী ভাল করেই জানেন তাঁর বাবা কর্নেল ফারুককে ক্ষমা করে দিয়েছিলেন বলেই এক পর্যায়ে এই ফারুকের হাতেই তাঁর ও পরিবারের প্রাণ গিয়েছিল। তিনি সেই একই ভুল করেন না। তাই আমরা এই বাকস্বাধীনতা বা ইত্যাদি ইস্যুতে আওয়ামীলীগকে আল্ট্রা এগ্রেসিভ হিসেবে পাই। উনি সবাইকেই পটেনশিয়াল শত্রুজ্ঞান করেন। পঁচাত্তরে তিনি যে মেন্টাল ট্রমার মধ্য দিয়ে গিয়েছিলেন, তিনি কি কোন মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করেছিলেন? সেই মেন্টাল ট্রমা যে উনাকে বাকিটা জীবন সুস্থ স্বাভাবিক শান্তির জীবন দিবে না, সেটাইতো স্বাভাবিক। কেউ কি কখনও এই এঙ্গেল থেকে উনাকে দেখেছেন?

আমরা যারা "মুক্তিযুদ্ধের আদর্শে" বেড়ে উঠেছি, আমরা যখন দেখি আমাদের দেশের সম্পদ লুট করে ফেলছে কোন সরকারি কর্মচারী, আমাদের ক্ষোভ হয়।
প্রধানমন্ত্রীর কাছের লোকজন কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দেশে ডলার সঙ্কট তৈরী করে, আমরা ক্ষুব্ধ হই।
নকল সার্টিফিকেট দেখিয়ে দুর্নীতি করে সরকারি চাকরি বাগিয়ে নেয় কোন চিটার বাটপার কেউ - তখনও আমরা ক্ষুব্ধ হই।
অধিকার দাবিতে গণতান্ত্রিক উপায়ে আমরা পথে নেমে দাবি জানাই। আরও ক্ষুব্ধ হই যখন কেউ উল্টো আমাদেরকে বলে "যারা সামান্য চাকরির জন্য নিজেদের রাজাকার দাবি করে, ওরা চাকরি পেলে কি দুর্নীতি করবে বুঝে নিন।" এই গু-খেকোদের মুখ থেকে এই কথা বের হয় না যে মুক্তিযুদ্ধের ভুয়া সার্টিফিকেট দেখিয়ে যে চাকরি বাগিয়ে নিবে, ও কি করবে? পঞ্চাশ হাজারের বেশি ভুয়া সার্টিফিকেটধারী মুক্তিযোদ্ধা আছে, এইটাতো ফ্যাক্ট। ওদের দুইটা করেও নাতি যদি চাকরিতে যায় সংখ্যাটা হবে এক লাখ। গু-খেকোদের মস্তিষ্কে গু ভরা বলে ওদের মাথায় ভয়াবহতা আন্দাজে আসেনা।

এদিকে প্রধানমন্ত্রী ও তাঁর কাছের লোকজন এই নিরীহ দাবি/আন্দোলনকে পঁচাত্তরের ঘাতকদের কর্মকান্ডের সাথে গুলিয়ে ফেলে অতিরিক্ত আগ্রাসী হয়ে দমননীতি বেছে নেয়। আমাদের বিস্মিত করে আমাদেরই দেশের পুলিশ ও সরকারি দলের লোকজন রাস্তায় গুলি করে মারে। আমাদের মাথায় ঢুকে না, যে সমস্যা মাত্র কয়েক ঘন্টার আলোচনা অতি সহজেই সমাধান সম্ভব, সেটাকে এত নৃশংস মোড় দেয়ার মানে কি? কিন্তু একজন যেই মুহূর্তে আমরা "ট্রমাটাইজড" রাষ্ট্রপ্রধানকে দৃশ্যপটে আনবো, তখনই সব সমীকরণ মিলে যায়।
আমি লিখে দিতে পারি, কালকে ৭৫ এর মতন কোন দুর্ঘটনা ঘটলে ওবায়দুল কাদের, আরেফিন, পলক সবাই সেই ভূমিকা নিবে যেটা খন্দকার মোশতাক নিয়েছিল। বঙ্গবন্ধু শহিদ তাজউদ্দীন আহমেদকে দল থেকে বহিষ্কার করেছিলেন। একই ভুল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও করছেন না তো?

যাই হোক, দেশের এই মহাবিপর্যয়ে আমাদের মাথায় আসে বঙ্গবন্ধুর শেখানো বুলি "রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ।" অথবা "কিসের বৈঠক বসবো? কার সঙ্গে বসবো? যারা আমার মানুষের বুকের রক্ত নিয়েছে, তাদের সঙ্গে বসবো?"
ঐ যে উপরে বলেছিলাম, আমার ছেলেদের যন্ত্রনায় আমি দুইনম্বরি কিছু করতে পারিনা। ট্রাফিক আইন মেনে চলতে হয়। ঘুষ দুর্নীতি এড়িয়ে চলতে হয়।
আমাদের আফসোস! আমাদের সরকার আমাদের যন্ত্রনায় উল্টো আমাদেরকেই চুপ করিয়ে দেয়।
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০২৪ রাত ১:০৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাগলের প্রলাপ' যখন সত্যি হয়......

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:১৯

'পাগলের প্রলাপ' যখন সত্যি হয়......
[/সব

আমার এক মামা ততকালীন পূর্ব পাকিস্তানে হোটেল ইন্টারকন্টিনেন্টালে জব করতেন হোটেলের শুরু থেকেই। সেই মামা মাঝেমধ্যে আমাদের জন্য হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে মুখরোচক কেক, পেস্ট্রি ছাড়াও বিভিন্ন... ...বাকিটুকু পড়ুন

তার চাওয়া পাওয়ার কিছু ছিল না, তবুও

লিখেছেন খাঁজা বাবা, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৩২



শেখ হাসিনার নাকি বায়ক্তিগত চাওয়া পাওয়ার কিছু ছিল না। শেখ মুজিবের বেয়ে নাকি দুর্নীতি করতে পারে না। সে এবং তার পরিবার যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করতে পারে... ...বাকিটুকু পড়ুন

দেশের বর্তমান পরিস্থিতি সংক্রান্ত বিষয়ে সামু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৬

ছাত্র-জনতার সম্মিলিত অভ্যুত্থানের মাধ্যমে গত ৫ আগস্ট, ২০২৪ তারিখে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দলের পতন ঘটানো হয়। এটা আমাদের একটা জাতীয় গৌরবের দিন। এটা নিয়ে কারও সন্দেও থাকলে মন্তব্যে লিখতে... ...বাকিটুকু পড়ুন

জ্বীনভুতে বিশ্বাসী বাংগালী ও ঢাকায় ৫০ হাজার ভারতীয় একাউন্টটেন্ট

লিখেছেন সোনাগাজী, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৩৩




ব্লগার সাড়ে চুয়াত্তর ব্লগে লিখেছিলেন যে, উনার ভগ্নিপতিকে জ্বীনেরা তুলে নিয়ে গিয়েছিলো; ২ সপ্তাহ পরে ভগ্নিপতিকে দিয়ে গিয়েছে; এই লোক, সামুর কাছে আমার বিরুদ্ধে ও অন্য... ...বাকিটুকু পড়ুন

বেছুর নিজস্ব একটি জ্বীন ছিলো!

লিখেছেন সোনাগাজী, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:২৪



আমাদের গ্রামের খুবই সুশ্রী ১টি কিশোরী মেয়েকে জংগলের মাঝে একা পেয়ে, প্রতিবেশী একটা ছেলে জড়ায়ে ধরেছিলো; মেয়েটি ঘটনাকে সঠিকভাবে সামলায়ে, নিজের মাঝে রেখে দিয়েছিলো, এটি সেই কাহিনী।... ...বাকিটুকু পড়ুন

×