আজ পৌষের শেষ দিন(লোক নাথ পজ্ঞিকা মতে)। পৌষ সংক্রান্তি।মকর সংক্রান্তি। উত্তরায়ণ সংক্রান্তি।
আগামী কাল থেকে শুরু হবে দক্ষিণায়ণ।তাই আজ সূর্য দেবের আরাধনা। কারন সনাতন ধর্মালম্বীরা বিশ্বাস করে এই গতি প্রকৃতি সূর্য দেব নিয়ন্ত্রণ করেন।
এই দিনটি অনেক জায়গায় ঘুড়ি উড়াবার দিন হিসাবেও পালন করা হয়।
মূলত: দিন টিকে পৌষ পার্বন অর্থাত পিঠা খাওয়ার উতসব হিসেবে পালন করা হয়।
আজকের দিনে বাড়ীতে বাড়ীতে পিঠা আর খেজুর গুড়ের গন্ধে মৌ মৌ করবে। সকাল থেকে চলবে পিঠা বানাবার প্রস্তুতি।
বাড়ীর উঠান ভরে আল্পনা আঁকা হবে।চালের গুড়ির সাদা রং এক মোহনীয় রূপের সৃষ্টি করবে। সন্ধা হতেই এ বাড়ী আর ও বাড়ীতে চলবে পিঠা আদান প্রদানের পালা। হরেক রকম পিঠার বাহার সাজিয়ে মা মাসিরা বসে থাকেন আমাদের জন্য। আর আমরা টেস্ট করে দেখতাম কার বাড়ীর পিঠা বেশী মিঠা হয়েছে।
কোন কোন অঞ্চলে আজকে হবে চড়ুই ভাতি বা বনভাতি।
সকলকে পৌষ সংক্রান্তির শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৪