সে অনেকদিন আগের কথা।আমগো দেশের কোন এক আতেঁল গেছে বিলেত(ইংল্যান্ড) বেড়াতে।তো আতেঁল সাহেব ভ্রমন শেষে দেশে ফিরছেন।এয়ারপোর্টে সাংবাদিকরা উনাকে জিজ্ঞেস করলেন জনাব বিলেতের কোন ব্যাপারটা আপনার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে?আতেঁল থতমত খেয়ে বললেন জানেন আমার একটা জিনিস দেখে অবাক লেগেছে আমাদের দেশের মাস্টার্স পাস লোকজন যেখানে ইংরেজিতে ঠিকমত কথা বলতে পারে না সেখানে বিলেতের বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে ঠাস ঠাস করে ইংরেজি বলতে পারে।যে দেশের বাচ্চারা এইভাবে ইংরেজি বলে তারা উন্নত হবে নাকি আমরা হবো?


আতেঁল সবসময়ই ছিলো এবং থাকবে।কথা হইলো এমনি আতেঁল যে বুঝে না ইংরেজি হলো ইংলিশদের মাদারটাং সো এইটা তো নর্মাল ব্যাপার ওদের বাচ্ছারা ইংরেজি বলবে।ঠিক তেমনি আমাদের দেশের বাচ্ছারা যেমন বাংলা বলবে।ইংরেজি যে শুধুই একটা ভাষা এই আতেঁলরা সেটা বুঝা না নাকি না বুঝার ভান করে তারাই জানে।দুনিয়াতে যে কত রকমের ভাষা আছে ইংরেজি হলো তাদের মধ্যে অন্যতম একটি ভাষা।ভাষার মুল কাজ হলো কমিউনিকেট করা একজন আরেকজনের সাথে।আবে ঐ তোরা এটা বুঝিস না কেন ইংরেজরাও ঠিক মত স্কটিশদের ইংলিশ বুজেনা।সেখানে বাংগালিরে আইছে পারফেক্ট ইংলিশ শিখাইতে।
সো গাইজ এসব আতেঁলদেরকে পাত্তা না দিয়া বিদেশী ভাষা শিখার চেস্টা করুন।হয়তোবা সব সময় গ্রামার ঠিক থাকবে না বা ভুল হতে পারে তাতে লজ্জার কিছু নাই।লজ্জা পাইলে আর বিদেশী ভাষা শিখা হবে না।সব সময় মনে রাখতে হবে আপনি ভাষা শিখছেন কারো সাথে কমিনিকেট করার জন্যে।এইটারে অংক বা বিজ্ঞানের মতো কিছু ভাবার দরকার নাই।
সুইজারল্যান্ডে যেখানে পড়তাম ওইটা জার্মান স্পীকিং এলাকা।বাই দ্য ওয়ে সুইসে ভাষা ভিত্তিক তিন ভাগে ভাগ করা।জেনেভাতে ফ্রেঞ্চ বলে জুরিখে জার্মান(সুইস জার্মান) বলে আর লুগানো তে ইটালিয়ান বলে।তো নতুন নতুন ইংরেজি ভরসা কিন্তু ভাগ্যক্রমে লোকজন তেমন একটা ইংরেজি জানে না।এক সানডে তো ফ্রেন্ডরা মিলে বের হলাম সুপার মার্কেট যাবো যেখানে কম দামে ভালো জিনিষ পত্র পাওয়া যায়। সমস্যা হইলো সুপার মার্কেটের আসে পাশে গুরতাছি কিন্তু মার্কেট খুজে পাচ্ছি না।রাস্তায় যারা পরিস্কার করে এদের কে পাইলাম কিন্তু হেরা পারেনা ইংরেজি আমরা পারিনা জার্মান ।আমি কইলাম দোস্ত তোরা দাঁড়া আমি ওগো লগে কথা কমু।আমি ওগো লগে নোয়াখাইল্যা ভাষায় শুরু করলাম কাগু আইঁ জানি তুই আংগোরে হেল্প করতে পারবি।



ভাষা নিয়া যাদের চুলকানি আছে এই কমেডি সিরিজটা দেখেন চুলকানি যাইবোগা উল্টা হাসবেন
