যেদিকে তাকাই
দেখি শুধু ধূসর রংধণু,
যাকেই দেখি
একে অন্যের বদনাম করে শুধু।
পরিবর্তনের চেষ্টাটা কেউ করে না,
শক্ত হাতে হালটাকে কেউ ধরে না।
যেদিকে তাকাই
ওরা শুধু বিশ্বাসটাকে বেচতে চায়,
যাকেই দেখি
মুক্তিযোদ্ধার সনদটাকে পেতে চায়।
দেশটাকে কেউ ভালবাসে না,
মায়ের অশ্রুটা কারও চোখে পড়ে না।
যেদিকে তাকাই
কাল মেঘেরা প্রতাপে দিচ্ছে উঁকি,
যাকেই দেখি
পাপিষ্ঠরা করছে নির্লজ্জ বুজরুকি।
একটা মানুষ কোথাও চোখে পড়ে না,
ইদানিং কেউ মানুষ হতে চায় না,
আজকাল কেউ মানুষ হয় না।।
২২শে অক্টোবর, ২০১২