"পেইড ব্লগার" !! সামুতে আসার আগে থেকেই আমি এই শব্দের সাথে পরিচিত। আজ পর্যন্ত এই বিষয় নিয়ে যাদের সাথে কথা বলেছি, তাদের প্রত্যেকেই চরম বিরক্তি আর ঘৃণার সাথে এই শব্দ উচ্চারন করতেন। অনেকেই অমুক তমুককে পেইড ব্লগার আখ্যায়িত করে তাদেরকে বর্জন করার পরামর্শ দিতেন। কেন তাদের বর্জন করব এমন প্রশ্নের উত্তরে অনেকেই অনেক ধরনের কথা বলেছেন ব্যাখ্যা দিয়েছেন, তাদের ব্যাখ্যাকে যদি কম কথায় এবং সহজ ভাষায় উপস্থাপন করতে চাই তাহলে যা লিখতে হবে তা হল, "যারা ব্লগিং করার বিনিময়ে পারিশ্রমিক নিয়ে থাকেন তারাই পেইড ব্লগার"।
সাম্প্রতিক সময়ে আমার কয়েকজন প্রিয় বড় ভাই, একটি বোমা ফাটানো তথ্য দিয়েছেন তা হল, সামুতে একাধিক পেইড ব্লগার রযেছেন, তারা পারিশ্রমিকের বিনিময়ে দিন রাত অক্লান্ত ভাবে ব্লগিং করে যাচ্ছেন। আমি তাদের প্রশ্ন করেছিলাম কারা কারা পেইড ব্লগার, তাদের নাম বলেন আমাকে ? তারা আমার প্রশ্নের উত্তরে যা বললেন তা হল, "সামুতে অনেক পুরানো ব্লগার আছেন যারা অনেক দিন ধরেই পারিশ্রমিকের বিনিময়ে ব্লগিং করে যাচ্ছেন, শুধু তাই নয় বর্তমান সময়ের অনেক জনপ্রিয় এবং একটিভ ব্লগার এই লিস্ট লম্বা করাতে ভুমিকা রাখছেন। খুঁজতে থাক, চোখ-কান খোলা রাখ তাহলেই পেইড ব্লগার পেয়ে যাবি।"
আমি একটু সন্দেহ প্রবণ মানুষ, কোন তথ্য আমার কানে আসলে তার আগাগোড়া জানতে না পারা পর্যন্ত আমার ঘুম আসেনা। তাছাড়া যে বিষয়টি আমার সামনে এসেছে তা কোন সামান্য বিষয় নয়, এটা বাংলা ব্লগ এবং আমার মত ব্লগারদের জন্য বিশাল একটা ব্যাপার। তাই এই বিষয়ে আগাগোড়া জানার জন্য এবং পেইড ব্লগারদের লিস্ট বের করে জনগনের সামনে প্রকাশ করা জন্য ফেলুদার অনুপ্রেরণা আর ডিবির সহায়তায় "মিশন পেইড ব্লগার (কোড নেম পিজি)" নিয়া সামুতে নেমে পড়লাম। দিন-রাত পরিশ্রম করে পেইড ব্লগারদের খোঁজ করা শুরু করলাম,
যেসব জনপ্রিয় ব্লগারদের আমার সন্দেহ হয় তাদের পিছু নেয়া শুরু করলাম। নিয়মিত তাদের পর্যবেক্ষনে রাখলাম, দীর্ঘ পাঁচ দিনের শ্বাস রুদ্ধকর অভিজান পরিচালনা করার পর অবশেষে এল সেই মহেন্দ্রক্ষন, ম্যাগনিফায়িং গ্লাস দিয়ে খুঁজে বের করলাম সেইসব পেইড ব্লগার দের, যারা এতদিন ঘাপটি মেরে ব্লগিং করছিলেন সামুর এই বিস্তীর্ণ প্রান্তরে। এক এক করে বের করলাম সেইসব পেইড ব্লগারদের সকল তথ্য - উপাত্ত।
আমি অবাক হয়ে লক্ষ করলাম, সেই বড় ভাইরা ঠিকই বলেছিলেন, সামুতে অনেক পুরানো ব্লগার এবং নতুন ব্লগার আছেন যারা পারিশ্রমিকের বিনিময়ে ব্লগিং করেন। আমি তাদের নামের লিস্ট সংগ্রহ করেছি, তারা কি কারনে পেইড ব্লগার হয়েছেন অথবা কিসের বিনিময়ে ব্লগিং করেন তার খোঁজও আমি পেয়েছি। আমি আজ কাউকে ছাড় দেব না, পেইড ব্লগারদের লিস্ট আমি সবার সামনে প্রকাশ করব, তারা কি কারনে বিপথগামী হলেন সে তথ্য সবার সামনে ফাঁস করে দেব।
তবে তার আগে, আপনাদের একটা দুঃসংবাদ দিয়ে নিই, তা হল -
মিশন পেইড ব্লগার পরিচালনা করতে যেয়ে আমি পেইড ব্লগিং এর ফাদে পড়ে গেছি, নিজের অজান্তেই পেইড ব্লগিং এর মায়া জালে আটকা পড়ে গেছি।
আপনি কি হতাশ হচ্ছেন, আমি পেইড ব্লগার হয়ে গেছি তাই আপনাদের কোন তথ্য দেবনা এ্মন কিছু ভাবছেন ?
তাইলে একটু খাড়ান, আগে একটা ডায়লগ দিয়ে নিই, তারপর কাজের কথা আসি,
"চৌধুরী সাহেব আমি পেইড ব্লগার হইতারি কিন্তু মানুষ হিসেবে সৎ"
আমি আপনাদের আজকে হতাশ করতে চাইনা, আমি আর আপনাদের কাছে কোন তথ্য গোপন রাখতে চাইনা, আমরা (সকল পেইড ব্লগার) কিসের বিনিময়ে ব্লগিং করি করি তা আপনাদের সবাইকে জানিয়ে দিতে চাই।
আমরা (পেইড ব্লগার) ব্লগিং করার বিনিময়ে যা যা পাই তা হল -
ব্লগিং করার বিনিময়ে আমরা ব্লগারদের কাছ থেকে উৎসাহ পাই।
ব্লগিং করার বিনিময়ে আমরা ব্লগারদের কাছ থেকে অনুপ্রেরণা পাই ।
ব্লগিং করার বিনিময়ে আমরা পাঠকদের কাছ থেকে ভালবাসা পাই।
ব্লগিং করার বিনিময়ে আমরা কতৃপক্ষের কাছ থেকে সহায়তা পাই।
ব্লগিং করার বিনিময়ে আমরা আনন্দ পাই।
হ্যা আমি পেইড ব্লগার হতে পেরে গর্বিত, আশা করি সামুর সকল ব্লগার একদিন পেইড ব্লগারে পরিণত হবেন।
পেইড ব্লগারদের প্রতি আল্টিম্যাঠেম : সামুতে ঘাপটি মেরে থাকা পেইড ব্লগারদের বলছি, গুলি কিন্তু আপনাদের কানের খুব পাশ দিয়া গেছে। এখনও সময় আছে, আমারে দাওয়াত দিয়া হালকা পাতলা আপ্যায়নের ব্যাবস্থা করেন। নাইলে কইলাম হাটে হাড়ি ভাঙ্গুম, জনসম্মুখে আপনাদের মান সম্মান নিয়া টানাটানি শুরু কইরা দিমু। এখনও সময় আছে মিশন পেইড ব্লগারের পরিচালক মামুনের সাথে হাত মেলান, নাইলে কইলাম.....
বি: দ্র: - অনলাইনে অফলাইনে সব যায়গায় "পেইড ব্লগার" শব্দটি শুনতে শুনতে আমি বিরক্ত, তাই "মিশন পেইড ব্লগার" পরিচালনা করতে বাধ্য হলাম।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৩ রাত ৯:২৩