আজ বিশ্ব “মা” দিবসে সকলেই মা কে নিয়ে কতনা মনের ভাব প্রকাশ করেছে । মায়ের প্রতি ভালবাসার আজ বন্যা বয়ে যাচ্ছে ফেসবুকের পাতা জুড়ে । ইস,,,,,!!! বসরের প্রতিটা দিনই যদি এমন হতো । মায়ের জন্য এরকমের কলিজা ফাটা আহাজারি ?
আজ তা হলে পৃথিবীতে মনে হয় বৃদ্ধাশ্রম গুলোর দরকার হতো না । কোনো মা কে হয়তো বৃদ্ধাশ্রমে বসে সন্তানের পথ পানে চেয়ে থাকতে হতো না ।
আর একটা কথা ভাবুন তো আজ তো সবাই কম বেশি মা কে উদ্দেশ্য করে নিজের অনুভুতি ফেসবুক,টুয়েটারে, প্রকাশ করেছেন,
কিন্তু কজনের মা ফেসবুক চালায় ? মুক্ত ঝরা এই লেখাগুলো হয়তো বা স্থান পাবে ইতিহাসের পাতায় । কিন্তু মা কে যে আপনি কতটা ভালবাসেন তা হয়তো আপনার মা জানতে পারবে না ।
কজনই বা আজ মায়ের পায়ে হাত দিয়ে সালাম করে মা কে বুকে জড়িয়ে ধরেছেন ?
পাশে বসিয়ে বলেছেন,মা আমি তোমাকে আমর জিবনের চেয়েও বেশি ভালবাসি । মা এতদিন যত অপরাধ করেছি আমাকে মাফ করে দাও ।
হয়তো এই কথা বলার পরে আপনা মায়ের চোখের জলে ভেজা কন্ঠস্বরে মা বলতো বাবা আমার আমাকে তো তুই কোনো কষ্টই দাও নাই । টান দিয়ে আপনা কে বুকে জড়িয়ে নিতো ।
ফেসবুক টুয়েটারের পাতা ভরে ফেললেও আপনার মায়ের কানে যে ভালবাসার কথা পৌছাবে না সে ভালবাসা প্রকাশ না করই ভাল । এটা লোক দেখানো ভালবাসারই মতো ।
তাই সবাইকে অনুরোধ করবো,বসরের একটা দিন যেনো মায়ের জন্য না হয় ।মায়ের প্রতি শ্রদ্ধা ভালবাসা যেনো সারা জিবন একই রকম থাকে । এবং কোনো মা কে যেনো বৃদ্ধাশ্রমে না থাকতে না হয় ,এটাই হোক আজকের দিনের আমাদের সবার অঙ্গিকার ।
ভালো থাকুক পৃথিবীর মা গুলো ।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৬ সকাল ১১:৫৫