সংকলন পোস্টের ধারনা আমার কাছে দারুন, অভিনব এবং আগ্রহউদ্দীপক মনে হয়েছে । তাই সংকলন পোস্টের জোয়ারে আমিও একটু গা ভাসিয়ে নিলাম ।
আমার তিন পর্বের সিরিজ 'বাংলাদেশের সিনেমা : সর্বকালের সেরা দশ । ১, ২, শেষ পর্ব' একত্রিত করে এই সংকলন পোস্ট ।
যারা বাংলা সিনেমার প্রতি আগ্রহী, অনুরাগী এবং যারা বাংলা সিনেমাকে ভালবাসেন, বাংলা সিনেমার গৌরবোজ্বল পূনরোত্থানে যারা এখনও বিশ্বাস আর আস্থা রাখেন তাদের এই সংকলন পোস্ট ভাল লাগবে বলেই আশা রাখছি । বিশেষ করে বাংলা সিনেমার ব্যাপারে এই সিরিজের তিনটি পোস্টে সম্মানিত ব্লগারদের যে সব চমৎকার আর তথ্যপূর্ণ মন্থব্য এসেছে, এতে আমি নিজেও অভিভূত হয়েছি ।
বাংলা সিনেমা ফিরে পাক তার শাশ্বত গৌরব । আমাদের নতুন প্রজন্ম থেকে বেরিয়ে আসুক জহির রায়হান, আমজাদ হোসেন, আলমগীর কবির আর তারেক মাসুদের মত নতুন পথের দিশারি ।
সংকলন পোস্টও যথারীতি সামহ্যোয়ার ইন ব্লগে আমার সব প্রিয় মুভিখোর, বিশেষ করে দারাশিকো, কাউসার রুশো, মাস্টার, ফেলুদার চারমিনার, লেখাজোকা শামীম আর নাফিস ইফতেখারের উদ্দেশ্যে উৎসর্গীত ।
বাংলাদেশের সিনেমা : সর্বকালের সেরা দশ । ১ম পর্ব ।
বাংলাদেশের সিনেমা : সর্বকালের সেরা দশ । ২য় পর্ব ।
বাংলাদেশের সিনেমা : সর্বকালের সেরা দশ । শেষ পর্ব ।