চ্যানেল আইয়ের খবর দেখছিলাম। দেখলাম ভেজালবিরোধী ভ্রাম্যমান ম্যাজিষ্টেট বিভিন্ন দোকানের খেজুর পরীক্ষা করছেন। পরীক্ষা শেষে তিনি জানালেন প্যাকেটজাত থেকে খোলা সব খানেই পাওয়া গেছে ফরমালিন। তৎক্ষণাৎ কয়েকজন ক্রেতা ক্রয়কৃত খেজুর ফেরত দেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে খেজুর নাকি আমদানি করা হয় সৌদিয়া থেকে। আর ফরমালিন নাকি মেশানো হয় ওখানেই। শুনে কেন জানি মন বিশ্বাস করতে চাইল না। যদি তাই সত্য হয় তাহলে কল্পনা করতে পারেন আমাদের তথা মুসলমানদের নীতি নৈতিকতা কোথায় গিয়ে ঠেকেছে??
দয়া করে ব্লগার ভাই ও বোনেরা এই ব্যাপারে সচেতন হউন। নিজের তথা পরিবারের মুখে এই বিষ তুলে দেওয়া থেকে বিরত থাকুন।
আর ফারুক মিয়াঁর কথা অনুযায়ী খানাপিনা কম খান (এমনি্তেই খাওন দাওন ছাড়তে আর দেরী নাই)
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১১ রাত ১:৩০