আহমাদ সালাহ মাাদানি গত রাতে দেওয়া তার জীবনের সর্বশেষ ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন, আজ রাতে আমি জান্নাতের খুশবু পাচ্ছি। এবং সেই রাতেই হঠাৎ মিশরের আমেরিকানাইজড সেনাবাহিনী হানাদারের মত ঝাপিয়ে পড়ে নিরস্র প্রতিবাদিদের উপর। শহিদ হন আহমাদ সালাহ মাদানি।
নজরুলের ভাষায়,
জীবনের চেয়ে দীপ্ত মৃত্যু তখনি জানি,
শহিদের খুনে হেসে উঠে যাবে জিন্দেগানি।
আল্লাহ তার শাহাদাৎ কবুল করুক।
ভয়ংকর অস্র হাতে ব্রাদারহুডের কর্মীরা।
এই ফটোসাংবাদিকের নাম আহমেদ আসেম। গত জুলাইয়ে তাকে শহিদ করে মিশরের আমেরিকানাইজড আর্মি। আর গতকাল শহিদ হয় তার ভাগদত্তা সারাহ আল সায়ারের। আশা করি জান্নাতে তাদের বিয়ে হবে অত্যন্ত ঝাঁক জমকভাবে।
শহিদি ঈদগাহে আজ হাজারো মানুষের ঢল।
নিজের শহিদ স্ত্রীর পাশে বসে কাঁদছেন একজন।
শহিদি ঈদগাহে আজ খালি জায়গা নেই। কানায় কানায় পরিপূর্ন হয়ে গেছে।
শহিদের জ্বালিয়ে দেওয়া লাশগুলো।
এক আহতকে বাচাতে এক মায়ের আর্তনাদ, থামাও তোমার বুলডোজার।
ব্রাদারহুড নেতা ডাঃ বালতাগির ১৭ বছর বয়সি মেয়ে আসমা বালতাগি শহিদ হলেন গতকাল।
না- সে শহিদ হয়নি তার পিতাকে কোন মন্ত্রনালয় হতে উৎখাত করা হয়েছে বলে। বস্তুত মুসলিম ব্রাদারহুডের শীর্ষ কোন নেতাই মুরসী সরকারের অধিনে কোন পদ বা কোন মন্ত্রনালয় নেন নি। মুরসী সরকারের মন্ত্রনালয়গুলো ছিলো নন-মুসলিম ব্রাদারহুড দিয়ে ভরা। মুরসী নিজেও শীর্ষ ১০ জন ব্রাদারহুড নেতার একজনও না। এরা ক্ষমতালোভি নয় বরং আল্লাহর সন্তোষই এদের মূল উদ্দেশ্য।
জ্বালিয়ে দেওয়া শহিদের লাশ।
জেনারের মোবারক ও জেনারেল সিসি ভাই ভাই, এক কোরাসে গান গাই।
সর্বশেষঃ মুসলিম ব্রাদারহুড হলো একটা ভায়োল্যান্ট সমাজের ভেতর থেকে ও সবচেয়ে নন-ভায়োলেন্ট মুভমেন্ট।৬০ টা বছর ধরে এদের উপর নির্মম গনহত্যা, নির্যাতন, গ্রেপ্ততার করলেও এরা এখনো অস্র হাতে তুলে নেয় নি। খোদা সয়ং নিজেও এদের ধৈর্য দেখে হয়ত হতবাক।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৭