সন্তোষ
সাইফুল ইসলাম সাঈফ
বিরান ভূমি, কোনো মানুষ নেই
এখানে বেড়ে ওঠছে এক পুরুষ
সে দেখে নাই কোনো নারী
পায়নি রমণীর ছোঁয়া, মায়া
পায়নি প্রেম, ভালোবাসা
হঠাৎ একদিন তার বয়ঃসন্ধি
ঘুমের ঘোরে এলো এক সুন্দরী
দেখতে ঠিক যেন এক পরী!
তাকে স্পর্শ, আদরে, চুম্বনে
হলো মিলিত তখনই বীর্যপাত!
একা পুরুষ ভারসাম্যহীন, এলোমেলো
একাকী আলো লাগে ঘুটঘুটে কালো।
অনিচ্ছাকৃতভাবে ঘটে অদ্ভূত প্রতিক্রিয়া
বাঁচতে হলে খুব প্রয়োজন প্রিয়া।
নিষিদ্ধ কাণ্ডে কতো আকর্ষণ
এক সময় তা ঘৃণিত বর্ষণ।
সঞ্চিত হয়নি সোনালি কাবিন
কামনাময় পুরুষ, বিষণ্ণ দিন!
সঙ্গহীন যায় কেটে দিন
কিন্তু তা না অমলিন।
আমার স্বপ্ন আছে, আছে দোষ
নারী প্রীতি জন্য, করো সন্তোষ।
উত্তরা, ঢাকা।
১৫.০৩.২০২৫