স্টিকি পোষ্টের দিনমজুরের লিখা দেখে মনে হয়, ব্লগার হলেই তার যাবতীয় পাপ মাফ হবে। হেফাজতির দেখলে মনে হয় সব ব্লগারদের ফাঁসি দিতে হবে। যখন আসিফ দিনের পর দিন উস্কানিমূলক ইসলাম বিদ্বেষী লিখা লিখেছে, ইসলাম কে ইস্লাম, মুসলিমদের সাপের সাথে তুলনা, মুহাম্মদ(সঃ) এর নাম বিকৃতি করে ডাকা সহ তার লিখা আহম্মকপিডিয়া। তখন যারা আসিফকে বাহবা দিতো, এরাই এখন তাকে "ব্লগার" ঢেকে সব ব্লগারদের একত্রিত করতে চাইছেন, তাকে মুক্ত করতে।
সাইদির ফাসির দিন বিচারক বলেছেন, আজকে কোন আল্লামাকে ফাসি দেওয়া হয়নি, আজকে ফাঁসি দেওয়া হয়েছে ১৯৭১ সালের দেলু রাজাকারকে। তেমনি আসিফকে ব্লগার ডেকে সব ব্লগারকে অপমান করবেন না।আসিফকে ব্লগার হিসেবে ধরা হয়নি, ধরা হয়েছে তার ইসলাম ধর্ম বিদ্বেষের কারনে। সে শুধু মাত্র একটা হিটসিকিং ফেইমখোর। সে একটা অপব্লগার। অপরদিকে হিফাজতিরা আমারদেশ পত্রিকার বইরে দেশ দুনিয়া খবরই রাখেন না। ব্লগের ব বুঝেনা, কিন্তু বলছে ব্লগারদের ফাসি চাই।
এই উগ্র আস্তিকতা ও উগ্র নাস্তিকতা হতে মুক্ত একটি দেশ চাই। প্লাস দিনমজুরের ফাঁদে কেউ পা দিবেন না। ব্লগার নাম দিয়ে কিছু অপব্লগারদের মুক্তি চাই না।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৯