আসানসোলের নুরানি মসজিদের ইমাম মৌলানা ইমদাদুল্লাহ রসিদির ছেলেকে দাঙ্গাবাজরা নৃশংসভাবে হত্যা করেছে। তার জানাজায় উপস্থিত হাজারদশেক জনতার সামনে শোকাহত পিতা বললেন, আমার সন্তানের হত্যার প্রতিশোধ নেবার অধিকার আপনাদের একজনেরও নেই। একজনের উপরও আক্রমণ করবেন না, একটি দোকানেও হানা দেবেন না। যদি এমন একটি ঘটনাও ঘটে, আমি আসানসোল ছেড়ে চলে যাব।
ইমামসাহেব, প্রেমের বুলবুলা নিয়ে কয়েকলক্ষ লোক প্রতিদিন কবিতা লেখে। তারা বলে, ভালবাসা দিয়েই নাকি জীবন ভরানো যায়, দুনিয়া বদলানো যায়। ঠিক। তবে সেই ভালবাসাকে বন্যার মতো নিজের ঘর আর জীবনের চৌকাঠ ছাপিয়ে যেতে দেওয়ার যোগ্যতা অর্জন করতে হয়। নিমাই যদি শুধু বিষ্ণুপ্রিয়াকেই ভালবাসতে পারতেন, তাহলে কয়েকশো বৈষ্ণব পদাবলী লিখে ফেলতে পারতেন। তাঁর ভালবাসা যেহেতু দিগন্ত ছাপিয়ে পৌঁছে গেল অন্ত্যজদের দুয়ারে, তাই তিনি হয়ে গেলেন প্রেমের ঠাকুর।
ইমামসাহেব, আপনাকে আমি চিনি না। তবু আপনার মতো কিছু মানুষ আছেন বলেই এই দেশের মাটিতে এখনো বুক পেতে রাখি। সন্তানের হত্যার পরেও আপনার ইনসানিয়ৎ জাগ্রত থাকে অতন্দ্র প্রহরায়। ইমামসাহেব, এই নাস্তিক ব্রাহ্মণসন্তান আপনাকে প্রণাম জানায়।
উপরের লিখাটি লিখেছেন ভারতের এক দাদা Sujan Bhattacharyya,
যারা মন থেকে ধর্মকে শ্রদ্ধা করে লালন করে তারা কখনো মানুষকে হত্যা করতে পারে না।ধর্ম মানুষকে সহনশীলতা শিখাই হানাহানী মারামারি, হত্যা, ধর্ষণ থেকে বিরত রাখে মৌলানা ইমদাদুল্লাহ রসিদি তাহার একটি বাস্তব প্রমান।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪২