ইতিহাসের পাতা যদি মিথ্যা না হয়, ৭১ এর স্বাধীনতা মিথ্যা না হয়।তাহলে লংগদু এর হামলাও ৭১ থেকে কম নয়, স্বাধীনতার কয়েক যুগ পরেও আমরা আদিবাসী, সংখ্যালঘু, এই স্বাধীন দেশে পরাধীনতাই মধ্য বেচে আসি যা মরণের সমতুল্য। এমন হতে থাকলে কয়েক বছর পরে কোন পাহাড়ি আদিবাসী, সংখ্যালঘু এই দেশে থাকতে পারবে না। যদি থাকেও নিজের সংস্কৃতি নিয়ে বেচে থাকতে পারবে না।
লাল সবুজের দেশে বাস করবে শুধু সংখ্যালঘিষ্ঠ মুসলিমরাই।
যার বাস্তবিক প্রমাণ বর্তমান ধর্মিও রাজনৈতিক দল।
কি অপরাধ ছিল লংগদু পাহাড়ির জনগোষ্ঠীর, তাদের শত শত ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হল?
পার্বত শান্তিচুক্তি বাস্তবায়ন হল, সেনাবাহিনী মোতায়েন করা হল পাহাড়িদের শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য।কিন্তু আজ সেনাবাহিনীও ওই পাহাড়ি দের উপর হামলায় সেটেলার বাঙালীদের পাশে ছিল,রক্ষাকারী আজ ভক্ষকারীর পরিচয় দিল।
বেচে থাকেন আপনারাই,লাল সবুজের এই স্বাধীন দেশে,মানুষের পরিচয়বোধতা বড় নই।।
বড় হল জাতি, ধর্ম, ক্ষমতা।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৭ সকাল ৯:১৫