আমি জেলে আছি। পুলিশ আমাকে ধরে নিয়ে গিয়েছে। তা নিয়ে আমার কোন আফসোস নেই। নির্যাযিত-নিপীড়িত মানুষের পাশে থাকার প্রত্যয়ে রাজপথে থাকার সংগ্রামে যদি আমাকে ভোগান্তির শিকার হতে হয়, যদি সারা জীবনও আমাকে জেলের অন্ধ প্রকোষ্ঠে কাটাতে হয়, যদি আমার জীবনকেও উৎসর্গ করতে হয় তাকে আমি বরণ করে নেবো। এ নিয়ে আমার কোন আফসোস নেই। কিন্তু আফসোস একটাই, আমি আমার শেষ আশীর্বাদ নিতে পারলাম না। তার শেষ কথা আমি শুনতে পারলাম না। আমার মায়ের জন্যও আফসোস হয়, আমার মা শেষ বারের জন্য মা ডাকটি শুনতে পেলো না। আমার মা নেই, কিন্তু আমি মনে করি আমি যে পথের অনুসারী, আমি যে সংগঠনের হয়ে কাজ করে যাচ্ছি, এই আদর্শবাদী সংগঠনের একজন হিসেবে আমি রাজনীতিতে যুক্ত আছি, এই রাজনীতির পথে যদি আমি অবিচল থাকতে পারি তবে শুধু আমার মা কেন, পুরো পার্বত্য চট্টগ্রামের প্রতিটি মা আমার পাশে থাকবে। আমার বা আমার পরিবারের যে কোন বিপদে তারা পাশে এসে দাঁড়াবে এ আশা আমি ব্যক্ত করছি।
বিপুল চাকমার বক্তব্য ছিল এটা,কি অপরাধে এমন ভাবে তাকে কারাবন্দী করা হল?সে পাহাড়ি সংগ্রামী নেতা বলে,আমি আমরা পাহাড়ি হক আদিবাসী হক আমাদের একটায় পরিচয় আমরা মানুষ, আমাদের অধিকার আছে এই দেশ নিয়ে কথা বলার, নাগরিক অধিকার আছে অন্যায় নিয়ে প্রতিবাদ করার।কেন আদিবাসী,পাহাড়ি, সংখালঘু তারা কি মানুষ না,গণতান্ত্রিক কোন অধিকার নেই?দিনের পর দিন অত্যাচারিত হচ্ছে পাহাড়ি আদিবাসীরা, ভূমিদখল করছে ,ধর্ষন হচ্ছে, খুন করছে, কতদিন আর এই সব চোখ বন্ধ করে থাকবো? আজ দেশের ডেমোক্রেসি আবার প্রমাণ করল পাহাড়ি, আদিবাসী, সংখ্যালঘুদের কোন অধিকার নাই,সবাই নির্যাযিত-নিপীড়িত।
fuck of Bangladesh political system,fuck of Bangladeshi law.
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫৯