১. ক) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত অবৈধ ডিপ্লোমা মেডিকেল টেকনোলোজি ও ফার্মেসী কোর্স পরিচালনা অবিলম্বে বন্ধ করতে হবে এবং প্রস্তাবিত "প্যারামেডিকেল শিক্ষাবোর্ড" এর পরিবর্তে "বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড" গঠন আইন দ্রুত বাস্তবায়ন করতে হবে। ( শুধুমাত্র ৪ বছর মেয়াদী ডিপ্লোমা মেডিকেল টেকনোলজি ও ফার্মেসী কোর্স এর অন্তর্ভুক্ত হইবে)।
খ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন অভিন্ন নীতিমালা প্রণয়ন করে মেডিকেল টেকনোলজি ও ফার্মেসী কোর্স পরিচালনা করতে হবে।
:
২. ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিষ্ট ও ফার্মাসিস্টদের তীব্র বেকার সমস্যা দূরীকরণের লক্ষ্যে WHO কর্তৃক প্রদত্ত নীতিমালা অনুযায়ী নতুন নতুন পদ সৃষ্টি করে এবং স্থগিতকৃত নিয়োগের আইনগত সমস্যা জরুরীভাবে নিষ্পত্তি করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
:
৩. সরকারী চাকুরীতে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিষ্ট ও ফার্মাসিস্টদের পদ মর্যাদা (২য় শ্রেণির) ১০ম গ্রেডে উন্নিত করতে হবে।
:
৪. ক) উচ্চশিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে সকল আই.এইচ.টি সমূহে ফার্মেসি ও রেডিওথেরাপি সহ সকল অনুষদের কোর্সের BSc ও অনতিবিলম্বে MSc কোর্স চালু করতে হবে।
খ) BSc ডেন্টাল কোর্সের স্থগিতাদেশ প্রত্যাহার করে পুনরায় ভর্তি কার্যক্রম চালু করতে হবে।
:
৫. স্বাস্থ্য অধিদপ্তরে মেডিকেল টেকনোলজিস্টদের সার্বিক কার্যক্রম ও যোগাযোগের সুবিধার্থে স্বতন্ত্র উইং চালু করতে হবে।
:
৬. BSc মেডিকেল টেকনোলজিস্ট/গ্রাজুয়েটমেডিকেল টেকনোলজিস্টদের জন্য সরকারী, স্বায়ত্তশাসিত হাসপাতাল ও চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান ও ইনস্টিটিউট সমূহে পদ সৃষ্টি করে পদায়ন করতে হবে।
:৭. ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্টদের ক্যারিয়ার প্লান জরুরী ভিত্তিতে বাস্তবায়নের মাধ্যমে পদোন্নতির ব্যবস্থা করতে হবে।
:
৮. ক) ডেন্টাল ও ফিজিওথেরাপি ডিপ্লোমাধারীদের প্রাইভেট প্রাকটিস রেজিষ্ট্রেশন প্রদান করতে হবে।
খ) ডিপ্লোমা ল্যাবরেটরি মেডিসিন, রেডিওলজি & ইমেজিং ও রেডিওথেরাপি শিক্ষার্থীদের স্ব-স্ব কাজের স্বীকৃতি প্রদান করতে হবে।
গ) মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ইন্টার্নিশিপ ভাতা প্রদান করতে হবে।
:
৯) মেডিকেল টেকনোলজিস্টদের জন্য ডুয়েট -এর ন্যায় "বাংলাদেশ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স ও টেকনোলোজি (BUMST) নামে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে।
:
১০. সকল প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার জন্য প্রাইভেট চাকুরী নীতিমালা প্রণয়ন করে মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগদান বাধ্যতামূলক করতে হবে।
এই ১০দফা দাবি নিয়ে টানা পাঁচদিন আমরণ অনশন নিয়েছে মেডিকেল টেকনোলজিস্টরা, তবে সরকার পক্ষ থেকে এখন কোন সারা পাওয়া যায়নি,কেন মাননীয় প্রধানমন্ত্রী এখন চুব?আমরা তার জবাব চাই!?
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১৬ সকাল ১১:০০