ফরাসী বিখ্যাত সাহিত্যিক এবং ঐতিহাসিক লামারটাইনের ভাষায়,
মনুষ্য প্রতিভাকে যদি যাচাই করা হয় উদ্দ্যেশের মহাত্ব্যে, আয়াসসাধ্য প্রচেষ্টায় ফলাফল লাভের ভিত্তিতে তাহলে কার দু:সাহস আছে নবীজি সা: কে তুলনা করে আধুনিক ইতিহাসের কোন মহান ব্যক্তিত্বের সাথে।
তার মতে তিনি তার মহান উদ্দ্যেশ সাধনের যুদ্ধে জয়ী হলেও কখনোও ধৈর্যহারা, আত্মহারা হননি, বরন্চ তিনি নিজেকে সর্বোতভাবে উতসর্গ করেছিলেন একটি মাত্র উদ্দ্যেশে, তিনি ক্ষুদার্ত ছিলেন না কোন সামার্জ্য স্হাপনে। তার অশেষ প্রার্থনা, আল্লাহর সাথে রহস্যপুর্ন কথোপকথন, তার মৃত্যু, মৃত্যু পরবর্তী ইসলামের অগ্রযাত্রা সবই প্রমান করে যে তিনি প্রতারক ছিলেন না, ছিলেন একটি সত্য ধর্মের প্রবর্তক।
মাত্র ২৩ বছরের মধ্য তিনি পুরো আরব বিশ্বের চেহার বদলে দিয়েছিলেন।
মুর্তিপুজারি একটি জাতিকে একত্ববাদে দীক্ষিত করেন।
জাতিগত যুদ্ধে নিয়োজিত জাতিগুলিকে একতাবদ্ধ করেন।
মদ্যপায়ী, অসংযমী যৌনাচারে অভ্যস্থ একটি জাতিকে ভদ্র এবং বিনয়ী জাতিতে পরিনত করেন।
উশৃংখল এবং জংলী একটি জাতিকে সুশৃংখল জাতিতে পরিনত করেন।
নীতিবিবর্জিত জাতিকে পরিনত করেন একটি নীতিবান জাতিতে।
দুযুগের মধ্যে একটি সমাজের অভুতপুর্ব এই পরিবর্তন মানব ইতিহাসে কখনো ঘটেনি।
একসময় ইউরোপ জুড়ে মিথ্যা প্রচারনা চালানো হয়েছিল ইসলাম আর নবীজি সা: কে নিয়ে। সাথে পোপ আর চার্চের উস্কানিও ছিল।
পৃথিবীখ্যাত ইতিহাসবিদ টমাস কারলাইল বলতে তাই বাধ্য হয়েছিলেন,
."এই মহামানবের সুনাম ক্ষুন্ন করার জন্য পশ্চিমারা অপপ্রচার চালানোর ব্যপারে যে উতসাহ উদ্দীপনা দেখিয়েছিল তাতে করে তারা নিজেদেরকেই অসম্মানিত করেছিল।"
."সংকল্পে অটল এই মহাত্বা পৃথিবীকে আলোকিত করার জন্য স্রষ্টা কর্তৃক নির্দেশিত হয়েছিলেন।"
"অনারম্ভর সহজ সরল জীবন যাপন ছিল নবীজি সা: এর। কিন্তু তার মহান লক্ষ্য বা উদ্দ্যেশ সাধনে তিনি সফল হয়েছিলেন, খুব কম সময়ের মধ্যে। "
ব্রিটিনিকা এনসাইক্লোপিডিয়ার ভাষায়,
"বিভিন্ন বিস্বাসযোগ্য বর্ননায় এটা সহজেই অনুমেয় কেবল সত আর নীতিতে অটল দায়িত্বশীল লোকের পক্ষেই সম্ভব নবীজি সা: মহাত্ব্য আর বিশালত্বকে বুঝতে পারা।"
বিখ্যাত কিছু ব্যক্তির মন্তব্য দেয়া গেল নিচে যা অনেক কিছুই প্রমান করে।
Sir George Bernard Shaw in 'The Genuine Islam,' Vol. 1, No. 8, 1936.
পৃ্থিবী তিনজন বিখ্যাত নাট্যকারের (সেক্সপিয়র, বার্নাড শ, ইবসেন) একজন।
আগামী একশ বছরে আরো কোন ধর্ম যদি ইংল্যান্ড আর ইউরোপকে শাসনের ক্ষমতা রাখে সেটা হল ইসলাম।
আমার কাছে ইসলাম এবং মুহাম্মদ সা: সবসময় আলাদা উচ্চতার গুরুত্ব বহন করে। এই একটি ধর্ম যা কিনা সব বয়সের মানুষের কাছে আবেদন রাখে এইজন্য যে মানুষের অস্তিত্বের বিভিন্ন পর্যায়ের পরিবর্তনের সাথে এটি সাংঘর্ষিক নয়।
আমি মুহাম্মদ সা: ব্যপারে পড়াশুনা করেছি। চমতকার একজন মানুষ, তিনি মানবজাতির ত্রানকর্তা
আমি বিশ্বাস করি তার মত মানুষের হাতে যদি সমগ্র আধুনিকা বিশ্বের ভার দেয়া হত, তাহলে তিনি তার সব সমস্যার সমাধান করতে পারতেন সহজে, পৃথিবী এনে দিতে পারতেন তার কাংখিত শান্তি এবং সুখ। আজকে যেমন ইউরোপে ইসলাম সমাদৃত হতে শুরু করেছে, আগামীতে তা আরো গ্রহনযোগ্য হয়ে উঠবে।
মুহাম্মদ সা: মুর্তিপুজারীদেরকে বিতাড়িত করে ইসলাম প্রতিষ্ঠিত করেছিলেন। এতিম ছিলেন, ছিলেন দরিদ্র . অন্যসব নবীদের মত তিনি লাজুক ছিলেন।
তিনি ছিলেন বাস্তববাদী। ছেলের মৃত্যতে যখন সূর্যগ্রহন শুরু হল, যখন বলা শুরু হল তার সন্তানের মৃত্যুতে আল্লাহ সমবেদনা জানাচ্ছেন, তিনি ঘোষনা করলেন এটি একটি প্রাকৃতিক ব্যপার, মানুষের জন্ম মৃত্যুর সাথে এর কোন সম্পর্ক নেই।
তার মৃত্যুতে যখন তার অনুসারীরা হিস্টিরিয়াগ্রস্থ হয়ে পড়ল, তার মনোনিত প্রথম খলিফা ঘোষনা করলেন,
তোমাদের মধ্য যারা মুহাম্মদ সা: পুজা করতে জেনে রেখ তিনি মুত্যুবরন করেছেন, আর যদি তোমরা আল্লাহর এবাদত করে থাক তবে জেনে রেখ তিনি অমর।
[James A. Michener, ‘Islam The Misunderstood Religion’, In the Reader’s Digest (American Edition) for May 1955, pp. 68-70.]
Mahatma Gandhi, statement published in 'Young India,'1924.
I wanted to know the best of the life of one who holds today an undisputed sway over the hearts of millions of mankind.... I became more than ever convinced that it was not the sword that won a place for Islam in those days in the scheme of life. It was the rigid simplicity, the utter self-effacement of the Prophet the scrupulous regard for pledges, his intense devotion to his friends and followers, his intrepidity, his fearlessness, his absolute trust in God and in his own mission. These and not the sword carried everything before them and surmounted every obstacle. When I closed the second volume (of the Prophet's biography), I was sorry there was not more for me to read of that great life.
A mass of detail in the early sources show that he was an honest and upright man
who had gained the respect and loyalty of others who were like-wise honest
and upright men."
ENCYCLOPAEDIA BRITANNICA (Vol. 12
"How one man single-handedly, could weld warring tribes and wandering Bedouins into a most powerful and civilized nation in less than two
decades."
"The lies (Western slander) which well-meaning zeal has heaped round this man (Muhammad) are disgraceful to ourselves only."
"A silent great soul, one of that who cannot but be earnest. He was to kindle the world, the world’s Maker had ordered so."
THOMAS CARLYLE
"It was the first religion that preached and practiced democracy; for, in the mosque, when the call for prayer is sounded and worshippers are gathered together, the democracy of Islam is embodied five times a day when the peasant and king kneel side by side and proclaim: 'God Alone is Great'...
I have been struck over and over again by this indivisible unity of Islam that makes man instinctively a brother"
The famous poetess of India, SAROJINI NAIDU
If greatness of purpose, smallness of means and astounding results are the three criteria of human genius, who could dare to compare any great man in modern history with Muhammad?”
His forbearance in victory, his ambition, which was entirely devoted to one idea and in no manner striving for an empire;
His endless prayers, his mystic conversations with God, his death and his triumph after death;
All these attest not to an imposture but to a firm conviction which gave him the power to restore a dogma.
This dogma was two-fold, the unity of God and the immateriality of God; the former telling what God is, the latter telling what God is not; the one overthrowing false gods with the sword, the other starting an idea with the words.
"Philosopher, orator, apostle, legislator, warrior, conqueror of ideas, restorer of rational dogmas, of a cult without images, LAMAR TINE
Washington Irving 'Mahomet and His Successors'
He was sober and abstemious in his diet and a rigorous observer of fasts. He indulged in no magnificence of apparel, the ostentation of a petty mind; neither was his simplicity in dress affected but a result of real disregard for distinction from so trivial a source.
In his private dealings he was just. He treated friends and strangers, the rich and poor, the powerful and weak, with equity, and was beloved by the common people for the affability with which he received them, and listened to their complaints.
His military triumphs awakened no pride nor vain glory, as they would have done had they been effected for selfish purposes. In the time of his greatest power he maintained the same simplicity of manners and appearance as in the days of his adversity. So far from affecting a regal state, he was displeased if, on entering a room, any unusual testimonials of respect were shown to him. If he aimed at a universal dominion, it was the dominion of faith; as to the temporal rule which grew up in his hands, as he used it without ostentation, so he took no step to perpetuate it in his family.
K. S. Ramakrishna Rao in 'Mohammed: The Prophet of Islam,' 1989
My problem to write this monograph is easier, because we are not generally fed now on that (distorted) kind of history and much time need not be spent on pointing out our misrepresentations of Islam. The theory of Islam and sword, for instance, is not heard now in any quarter worth the name. The principle of Islam that “there is no compulsion in religion” is well known.
Dr. William Draper in 'History of Intellectual Development of Europe'
Four years after the death of Justinian, A.D. 569, was born in Mecca, in Arabia, the man who, of all men, has exercised the greatest influence upon the human race... To be the religious head of many empires, to guide the daily life of one-third of the human race, may perhaps justify the title of a Messenger of God.
হীনমন্য, দুরাচার,নীতিহীন, বিবেকবর্জিত, দায়িত্বহীন মানুষের পক্ষে কখনো সম্ভব নয় তার মহাত্ব্য আর বিশালত্বকে বুঝতে পারা।
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৭