সপ্তাহখানেক আগে এক বিকালে আমি আর আমার বন্ধু হাতিরঝিল গেলাম।গল্প করতে করতে হাতিরঝিল রাস্তা দিয়ে হাঁটছি দুই বন্ধু মিলে।হঠাৎ এক বৃদ্ধ লোক তার ছেলের বউ ও নাতি মিলে এসে আমার সামনে কান্না করে বলল তারা সকাল থেকে কিছু খেতে পারেনি।ছেলের খোঁজে বরিশাল থেকে সকালের লঞ্চে আসছে।কিন্তু ছেলের যে নাম্বার ছিল সেটি বন্ধ।আমার মোবাইল থেকে ঐ নাম্বারে ট্রাই করলাম,বন্ধ বলতেছে।আমারও খুব খারাপ লাগছে,আমি তাদেরকে দুইশত টাকা দিলাম আর বললাম হোটেলে গিয়ে কিছু খেয়ে নিতে।তারা খুব খুশি হয়ে চলে গেল।আমার পাশের বন্ধুটি বলল এরা যে মিথ্যা কথা বলে তোর কাছ থেকে টাকা নিল তাতে তার কোন সন্দেহ নেই।আমি বললাম গরিব মানুষ,বাদ দেয়।
কিন্তু আজ দুপুরে আমি শ্যামলী থেকে হেঁটে হেঁটে কলেজ গেট যাচ্ছি,হঠাৎ আবার তাদের সাথে দেখা হয়ে হয়ে গেল,তবে তারা আজকে আমাকে চিনতে পারেনি,না চিনতে পারাটাই স্বাভাবিক।আজ তারা সম্পন্ন ভিন্ন একটা গল্প বলল;আমি যখন তাদের হাতিরঝিল এর ঘটনাটা গল্প আকারে বলতে লাগলাম তখন তারা কিছু না বলে সোজা হাঁটা শুরু করল।আর আমার বুঝতে বাকি রইল না তাদেরকে,মিথ্যা গল্প বলে মানুষকে ধোঁকা দিয়ে টাকা নেওয়া হলো তাদের পেশা।।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২২