আর......... রাজকন্যা ইলাবতী সেই ভুলপথে হারিয়ে যাওয়া বনবাসীর হাত ধরে পরম মমতায়। ডাইনীর বিষাক্ত নিঃশ্বাসের বলয় থেকে ছাড়িয়ে নিয়ে যায় তার মায়াশক্তির সর্বস্ব ঢেলে।
বনবাসী-ইলাবতী উড়ে যায় বহুদূর, উড়ে যায় পঙ্খীরাজ ঘোড়ায় চড়ে। সরোবর, মাঠ-ঘাট, পাহাড়, জঙ্গল, দিগন্ত পেড়িয়ে অন্য কোথাও অন্য কোন রাজ্যে, দুষ্টু ডাইনীর ধরাছোঁয়ার বাইরে।
অতঃপর ইলাবতী, কিংবা সেই মায়াবতী রাজলক্ষ্মী তার শব্দের পরে সাজানো শব্দ দিয়ে গড়ে তোলে তার কবিতার সংসার, আর বনবাসীর চোখের দিকে তাকিয়ে কেটে যায় তার দিন-মাস-বছর।
আমার রূপকথাগুলোর শেষটুকু কেন যেন সব একইরকম হয়ে যায়। অবশ্য এটাই ভালো ঘুমকুমারী, সিন্ডারেলা, তুষারকন্যা,ইলাবতীদের গল্পের শেষে ‘অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল’ কথাটা পড়ে বেশ একটা শান্তি শান্তি ভাব হয়।
আমিও বুক ভরা ভাল লাগা নিয়ে রূপকথা বইটার শেষ পাতা উল্টাই, এরপর পরম মমতায় তুলে রাখি বুকশেলফের এক কোনে। তারপর কল্পনার ইতি টেনে বাস্তবতায় ফিরে আসি, আসতে হয়।